ভিকি ক্যাটরিনার বিয়েতে অতিথিদের জন্য আরও কড়া হল নিয়ম
ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের হাইপ্রোফাইল বিয়ের খুঁটিনাটি এখন খবরের শিরোনামে। একগুচ্ছ নিয়ম তৈরি করা হয়েছে অতিথিদের জন্য। সেই নিয়মের তালিকা আরও দীর্ঘায়িত হল।
বলিউড তারকা ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের সাতপাকে বাঁধা পড়া এখন সময়ের অপেক্ষা। তার আগে চলছে সাজোসাজো রব।
ভিকি ও ক্যাটরিনার বিয়েতে হাজির হতে চলা অতিথিদের তালিকাও তৈরি। বিলাসবহুল রাজকীয় হোটেলে বসছে বিয়ের আসর। তবে সে হোটেল পুরো ঘিরে ফেলা হচ্ছে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে।
ড্রোন বিহীন করে দেওয়া হয়েছে হোটেলের আকাশ। গত শুক্রবার এই বিয়ের নিরাপত্তার দিকটি সুনিশ্চিত করতেও রাজস্থানের সোওয়াই মাধোপুরে প্রশাসনিক বৈঠক হয়েছে। অতিথিদের দেওয়া হচ্ছে একটি সিক্রেট কোড।
সেটি সঙ্গে না থাকলে বিয়েতে প্রবেশের সুযোগ পাবেন না অতিথিরা। কিন্তু সেখানেই শেষ নয়। অতিথিদের প্রবেশাধিকার পেতে থাকছে আরও একগুচ্ছ কড়া নিয়ম।
ভিকি ক্যাটরিনার বিয়েতে প্রবেশ করতে গেলে অতিথিদের সিক্রেট কোডের পাশাপাশি লাগবে করোনার ২টি ডোজ সম্পূর্ণ করার শংসাপত্র।
শুধু তাতেই হবে না। সঙ্গে আনতে হবে আরটি-পিসিআর রিপোর্ট। যে রিপোর্টে থাকতে হবে যে তিনি কোভিড নেগেটিভ। সেইসঙ্গে অতিথিরা যে গাড়িতে আসবেন সেই গাড়িতে থাকবে বিশেষ ধরনের স্টিকার। সেটি না থাকলে প্রবেশ নিষেধ।
এই বিয়েতে মোট ১২০ জন অতিথি নিমন্ত্রিত হয়েছেন বলে জানা যাচ্ছে। এঁদের সকলকেই যাবতীয় নিয়ম মানতে হবে। আগেই জানানো হয়েছে যে এঁরা একবার বিয়ের আসরে প্রবেশের পর তাঁদের সঙ্গে বাইরের জগতের কোনও সম্পর্ক থাকবে না।
তাঁরা মোবাইল ব্যবহার করতে পারবেননা। ছবি তুলতে পারবেননা। ভিতরে কি হচ্ছে তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেননা।
যাবতীয় কড়া নিয়মের প্রতিটি মেনে চললে তবেই অতিথিরা ভিকি-ক্যাটরিনার বিয়ে চর্মচক্ষে প্রত্যক্ষ করা ও সেখানে শামিল হওয়ার সুযোগ পাবেন। প্রসঙ্গত আগামী ৯ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়তে চলেছেন ভিকি ক্যাটরিনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা