স্ফটিকের বল, বিদেশি ঝাড়বাতি, দৃষ্টিভ্রমের কাচের মণ্ডপ, ভিকিক্যাটের বিয়েতে এলাহি আয়োজন
ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ের আয়োজনের পরতে পরতে চোখ ধাঁধানো আয়োজন। স্ফটিকের বল, বিদেশি ঝাড়বাতি, কাচের মণ্ডপ এবং আরও কত কিছু!
রাজস্থানের হোটেলে পরিণত হওয়া দুর্গই এখন বলিউড তারকা ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ের ভেন্যু। যেখানে আয়োজনকে চিরস্মরণীয় এবং চমকে দেওয়ার মত করতে আয়োজনের দায়িত্বে থাকা সংস্থাগুলি কসুর করছে না।
বিয়ে যেখানে হবে সেই জায়গাটা ঝলমলে করে তুলতে অন্য সাজসজ্জার পাশাপাশি ব্যবহার হচ্ছে বিদেশ থেকে আনা স্ফটিকের বল। যা সাজকে আরও অপরূপ করে তুলবে। বিদেশ থেকে এসেছে চোখ ধাঁধানো ঝাড়বাতিও।
যেখানে ২ জন সাতপাক নেবেন সেই মণ্ডপ তৈরি হয়েছে কাচ দিয়ে। কাচের যে কারুকার্য রয়েছে তাতে থাকছে অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রমের ছোঁয়া। যাতে তা আরও মোহময় হয়ে উঠতে পারে।
এই বিয়েতে অতিথি সংখ্যা ১২০ জন। তাঁদের গাড়ি যাতে হোটেলের পথ ভুল না করে সেজন্য হোটেলে আসার পথে রাস্তার অনেক দূর পর্যন্ত বিভিন্ন বাঁকে বাঁকে দাঁড়িয়ে থাকছে পথনির্দেশ গাড়ি। যারা অতিথিদের গাড়িকে সঠিক পথ দেখিয়ে দেবে। যাতে তাঁদের হোটেল পর্যন্ত পৌঁছতে এতটুকু বেগ পেতে না হয়।
পুরো হোটেল সুরক্ষা বলয়ে মুড়ে ফেলা হয়েছে। ১০০ জন বাউন্সার রয়েছেন ছড়িয়ে ছিটিয়ে। ভারতীয় কোনও ফটোগ্রাফার নন, বিয়ের যাবতীয় ছবি তোলার জন্য বিদেশ থেকে ফটোগ্রাফার নিয়ে আসা হয়েছে।
ক্যাটরিনার বোন নাতাশা সোমবার বিকেলেই পৌঁছে গেছেন হোটেলে। জয়পুর থেকে গাড়িতে হোটেলে পৌঁছন ভিকি ও ক্যাটরিনাও।
মুম্বই থেকে বিমানে জয়পুর। তারপর সেখান থেকে গাড়িতে হোটেল। মুম্বই বিমানবন্দরে অবশ্য ২ জনই ধরা দিয়েছেন খোশমেজাজে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা