সিনেমা দেখার জন্য ছুটি পাবেন পুলিশকর্মীরা
সিনেমা দেখার জন্য ছুটি! শুনে একটু অবাক করা কথা মনে হতেই পারে। কিন্তু এটাই ঘটেছে বাস্তবে। একটি বিশেষ সিনেমা দেখার জন্য অবশ্যই ছুটি মঞ্জুর হবে।
একটি বিশেষ সিনেমা দেখার জন্য ছুটি পাবেন পুলিশকর্মীরা। ছুটি দেবে খোদ রাজ্যসরকার। সেকথা ঘোষণাও হয়ে গেছে।
খোদ রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সেকথা ঘোষণা করেছেন। এই মর্মে নির্দেশও পুলিশের বড়কর্তাদের কাছে পৌঁছে গেছে। সেইসঙ্গে সিনেমাটি যাতে অধিকাংশ মানুষ দেখতে পারেন সেজন্য সেটি কর মুক্তও করে দেওয়া হয়েছে।
মধ্যপ্রদেশে এমনটাই হয়েছে। ‘দ্যা কাশ্মীর ফাইলস’ দেখার জন্য ছুটি দেওয়া হচ্ছে সে রাজ্যের পুলিশকর্মীদের। তাঁরা যদি সিনেমাটি দেখতে চান তাহলে সেদিন তাঁর ছুটি মঞ্জুর হবে।
এই সিনেমাটি প্রবল বিতর্কের মুখে পড়েছে। অনেক লড়াইয়ের পর তা মুক্তি পেয়েছে দেশে। তবে মুক্তি পাওয়ার পর তা বক্স অফিসে তোলপাড় ফেলে দিয়েছে। এই ঘরানার সিনেমার এমন সুপারহিট তকমা পাওয়া খুব একটা দেখা যায়না।
বিবেক অগ্নিহোত্রীর কাহিনি অবলম্বনে তাঁরই পরিচালনায় তৈরি হয়েছে ‘দ্যা কাশ্মীর ফাইলস’। সিনেমায় অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, পল্লবী যোশী প্রমুখ।
কাশ্মীরে হিন্দুদের ওপর পাক মদত পুষ্ট সন্ত্রাসবাদীদের অত্যাচারের কথাই তুলে ধরা হয়েছে সিনেমায়। যা দেখার পর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ট্যুইট করে এই সিনেমাকে ৯০ দশকের এক হৃদয় বিদারক, আতঙ্কের ও কঠিন লড়াইয়ের কাহিনি বলে ব্যাখ্যা করেছেন।
মধ্যপ্রদেশে সিনেমাটিকে বিনোদন কর মুক্ত একটি সিনেমা হিসাবে ঘোষণা করা হয়েছে। দেশজুড়ে এই সিনেমা সাড়া ফেলেছে ইতিমধ্যেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা