
প্রভিডেন্ট ফান্ডে সুদের হার ৮ দশমিক ৮ শতাংশ করছে অর্থমন্ত্রক। ২০১৫-১৬ অর্থবর্ষের ক্ষেত্রে এই হার প্রযোজ্য হবে। এর আগে পিএফে সুদের হার ৮ দশমিক ৭ শতাংশে স্থির করে অর্থমন্ত্রক। সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিস পিএফে ৮ দশমিক ৮ শতাংশ সুদের হার দেওয়ার কথা জানালেও তা মানতে নারাজ ছিল অর্থমন্ত্রক। ফলে দেশ জুড়ে আন্দোলনে নামে কর্মচারি সংগঠনগুলি। একদিন ব্যাপী বন্ধেরও হুমকি দেন তাঁরা। বাধ্য হয়েই শ্রমমন্ত্রী বন্দারু দত্তাত্রেয় বিষয়টি পুনর্বিবেচনার জন্য অর্থমন্ত্রককে অনুরোধ করেন। অবশেষে সেই অনুরোধ মেনে নিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক।