
আরও বেশি করে শেয়ার বাজারে খাটবে ইপিএফ বা কর্মী প্রভিডেন্ট ফান্ডের টাকা। মঙ্গলবার এমনই ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী বন্দারু দত্তাত্রেয়। ২০১৫ সালেই মোদী সরকার সিদ্ধান্ত নেয় ইপিএফের টাকার একটা অংশ লগ্নি করা হবে শেয়ার বাজারে। বিষয়টি নিয়ে প্রবল আপত্তি জানান বিরোধীরা। যদিও তাতে বিশেষ কাজ হয়নি। তখনই নতুন জমা পড়া টাকার ৫ শতাংশ বাজারে লগ্নি করে কেন্দ্র। আমজনতার শেষ জীবনের সঞ্চয়ের মোট জমা অর্থের ১৫ শতাংশ শেয়ার বাজারে লগ্নির কথা বলা হলেও তা ধাপে ধাপে করা হবে বলে জানিয়ে দেয় শ্রমমন্ত্রক। দত্তাত্রেয় জানিয়েছেন, কেন্দ্র এ বছর ইপিএফ থেকে আরও বেশি পরিমাণ অর্থ শেয়ার বাজারে লগ্নি করতে চায়। এ বিষয়ে মতামত নিয়ে একটি বৈঠকও ডাকা হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে এই সিদ্ধান্ত কার্যকর হলে তা শ্রমিকদের জন্য সুখের হবে না বলেই মনে করছে শ্রমিক সংগঠনগুলির একাংশ।