মহাকাশ থেকে ভেসে এল ছবি, অন্ধকার মহাবিশ্বের রহস্য উন্মোচন
এক বড় সাফল্য উপভোগ করছেন মহাকাশ বিজ্ঞানীরা। এবার তাঁরা ইউক্লিডের হাতযশে অন্ধকার মহাবিশ্বের অজানা রহস্যের কূলকিনারা পেতে শুরু করলেন।
৫টি এমন ছবি ইউক্লিড পাঠিয়েছে যা মহাজাগতিক রহস্য কিছুটা হলেও উন্মোচিত করতে পারছে। অন্ধকার মহাশূন্যের রহস্য উন্মোচনেই ইউরোপিয়ান স্পেস এজেন্সি ইউক্লিড স্পেস মিশন চালু করে। ইউক্লিড সেই কাজে নেমে দারুণ ফল করতে শুরু করল।
এই মিশনের প্রধান উদ্দেশ্য লুকিয়ে আছে মহাবিশ্বের বিবর্তন সম্বন্ধে স্পষ্ট করে জানতে। সেই লক্ষ্যে একটু হলেও এগোতে পারল ইউক্লিড।
তার দেওয়া ছবি অন্ধকার মহাশূন্যে ভবঘুরের মত ঘুরে বেড়ানো গ্রহ, ছায়াপথে লুকিয়ে থাকা রহস্যময় পদার্থদের জানতে পারার চেষ্টা অনেকটা এগিয়ে দিল। বিজ্ঞানীরা অনেকটা আলো দেখতে পেলেন এই অন্ধকার মহাশূন্যে।
ইউক্লিড এখনও ৬ বছর ধরে মহাকাশ বিজ্ঞানীদের তথ্য পাঠাতে থাকবে। শুরুতেই তার দেওয়া ছবি এই রহস্য উন্মোচনের দরজা খুলে দিয়েছে। তাই বিজ্ঞানীরা এখন ইউক্লিডের আগামী ৬ বছরের পাঠানো তথ্যর দিকেই তাকিয়ে আছেন।
তাঁদের বিশ্বাস, ৬ বছরে ইউক্লিড এমন কিছু তথ্যই পাঠাবে যা মহাশূন্যের বিবর্তনকে জানতে অনেকটাই সাহায্য করবে বা বিবর্তন কীভাবে হয়েছে তা জেনে ফেলা যাবে।
ইউক্লিড কিন্তু বিজ্ঞানীদের আশা বাড়িয়ে দিয়েছে সে কি করতে পারে তা প্রথমেই দেখিয়ে দিয়ে। আগামী দিনে মহাশূন্যে কোটি কোটি আলোকবর্ষ দূরে থাকা বিভিন্ন নক্ষত্রপুঞ্জ, দিশাহীন ভাবে ঘুরে বেড়ানো গ্রহ, ডার্ক ম্যাটারের ছড়িয়ে পড়া, ছায়াপথপুঞ্জে আলোর খেলা, সবই ইউক্লিড খুঁজে দেবে বলে বিশ্বাস বিজ্ঞানীদের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা