তিনি যা বলেছেন তা খুব খারাপ বলেছেন। এ ধরনের মন্তব্য তাঁর করা উচিত হয়নি। তাঁর হৃদয়ে বর্ণবিদ্বেষী কোনও ভাবনার জায়গা নেই। তাঁর বন্ধুর পাঠানো মেসেজে যে বর্ণবিদ্বেষ লুকিয়ে আছে তা লক্ষ্য না করেই তিনি তা শেয়ার করেন। যা তাঁর চূড়ান্ত ভুল হয়েছিল। এজন্য তিনি ভীষণভাবে ক্ষমাপ্রার্থী। আগামী দিনে এমন কোনও ঘটনার পুনরাবৃত্তি আর হবে না বলেও আশ্বস্ত করেন তিনি। তিনি বলিউড তারকা এষা গুপ্তা। নাইজেরিয়ার এক ফুটবলারকে ইন্সটাগ্রামে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করার জন্য ক্ষমাপ্রার্থী হন তিনি।
গত শুক্রবারের কথা। এষা গুপ্তার একটা পোস্ট ইন্টারনেট জগতে হৈচৈ ফেলে দেয়। ঝাঁকে ঝাঁকে সমালোচনা আছড়ে পড়তে থাকে। পোস্টে নাইজেরিয়ার ফুটবলার আলেকজান্ডার আইওবি-কে ‘গোরিলা’ বলে সম্বোধন করা হয়েছিল। ব্যঙ্গ করে এও লেখা ছিল যে তাঁর ক্ষেত্রে বিবর্তন বন্ধ হয়ে গিয়েছিল। এরপরই এষার এমন বর্ণবিদ্বেষ মূলক মন্তব্যের জন্য সমালোচনার ঝড় ওঠে।
বেগতিক বুঝে মঙ্গলবার ওই ফুটবলারকে চিঠি লিখে ক্ষমা চেয়ে নেন এষা। এও লেখেন তাঁর এই অবিবেচকের মত কাজের জন্য তাঁকে যেন ক্ষমা করে দেন আলেকজান্ডার। প্রসঙ্গত ওই পোস্টে সমালোচনার ঝড় উঠতেই বেগতিক বুঝে পোস্টটি সরিয়ে নিয়েছিলেন এষা। কিন্তু তার স্ক্রিন শট সোশ্যাল মিডিয়ায় হুহু করে ছড়িয়ে পড়ে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)