নিরক্ষীয় দেশ বলে কথা। গ্রীষ্মকালে পা দিতেই তাই একপ্রকার দাউ দাউ করে জ্বলতে থাকেন দেশবাসী। গরম যত বাড়ে, পাল্লা দিয়ে ততই বাড়ে বৃষ্টি। ফলে ফি বছরের মত এবারেও প্রবল বর্ষণে ভাসল ইথিওপিয়া ওরমিয়া প্রদেশ। তবে এই বছর সময়ের আগেই বর্ষা এসেছে। গত শনিবার থেকে অঝোরে বৃষ্টি শুরু হয়েছে। নাগাড়ে বৃষ্টির দরুণ আলগা হয়েছে মাটি। যার ফলে দেশের আবহবিদদের আশঙ্কাই সত্যি প্রমাণিত হয়েছে। গত শনিবার বিকেলে আচমকা ব্যাপক কাদা ধস নামে ওরমিয়ার বিস্তীর্ণ অঞ্চলে। তাল তাল কাদার তলায় চাপা পড়তে থাকেন মানুষজন। কাদার বন্যায় ভেসে যায় বহু পশুপাখি। চাপা পড়েছে ঘরবাড়িও।
ইতিমধ্যে ২৩ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গিয়েছে। মৃতদের মধ্যে অধিকাংশই মহিলা। কাদা ধসে জখম হয়েছেন অনেকে। তাঁদের চিকিৎসা চলছে। হঠাৎ নামা দুর্যোগের হামলায় কার্যত দিশেহারা হয়ে পড়েছে স্থানীয় প্রশাসন। কাদার তলায় আটকে পড়া মানুষ ও অন্য প্রাণিদের উদ্ধার করতে দ্রুতগতিতে উদ্ধারকাজ শুরু করেছে দেশের সেনাবাহিনী। পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে প্রশাসন।