
৩ ম্যাচের সবকটাতেই ড্র। তবুও ঘোরাল অঙ্কের জোরে পরের রাউন্ডে উঠে যাওয়া। এটাই সম্ভব হল বুধবারের মরণ বাঁচন ম্যাচে রোনাল্ডোর ২টি গোলের সৌজন্যে। হারলে বিদায় নিশ্চিত। এই অবস্থায় এদিন হাঙ্গেরির সঙ্গে ৩-৩ গোলে ড্র করে পর্তুগাল। খেলার শুরুতে ১৯ মিনিটের মাথায় গেরার গোলে এগিয়ে যায় হাঙ্গেরি। কিন্তু ৪২ মিনিটে ন্যানির গোলে সমতা ফেরায় পর্তুগাল। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৭ মিনিটের মাথায় জুদসাকের গোলে ফের এগিয়ে যায় হাঙ্গেরি। কিন্তু হাঙ্গেরির সেই সুখ বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র ৩ মিনিট পর হাঙ্গেরির জালে বল জড়িয়ে নিজের গোলের খরা কাটানোর সঙ্গে সঙ্গে দলকেও সমতায় ফেরান রোনাল্ডো। টানটান খেলায় ৫৫ মিনিটের মাথায় হাঙ্গেরির হয়ে ফের গোল করেন জুদসাক। ফের এগিয়ে যায় হাঙ্গেরি। ৭ মিনিট পর ফের রোনাল্ডোর পায়ের যাদু। হাঙ্গেরির তিনকাঠির মধ্যে বল ঢুকিয়ে দলকে সমতায় ফেরান সিআর সেভেন। এরপর খেলায় সুযোগ এসেছে। দু’দলই প্রতিপক্ষের বিরুদ্ধে গোলের সুযোগ পেয়েছে। কিন্তু শেষ পর্যন্ত জালে আর বল জড়ায়নি। খেলা শেষের বাঁশি বাজার সময়ও ফলাফল ছিল ৩-৩। গ্রুপের অন্য খেলায় আইসল্যান্ড ২-১ গোলে হারায় অস্ট্রিয়াকে। ফলে এফ গ্রুপের প্রথম দল হিসাবে হাঙ্গেরি ও দ্বিতীয় দল হিসাবে আইসল্যান্ড পৌঁছে গেল শেষ ষোলোয়। পর্তুগাল গ্রুপে তৃতীয় স্থান পেল। এবারের ইউরোর নিয়ম অনুযায়ী প্রতিটি গ্রুপ মিলিয়ে সেরা ৪ তৃতীয় দল পরের রাউন্ডে যাবে। এক্ষেত্রে বিচার্য হবে পয়েন্ট, গোল পার্থক্য, মোট গোলের সংখ্যা, ফেয়ার প্লে ও সর্বোপরি ফিফার ব়্যাংকিং। শেষ পর্যন্ত এই জটিল অঙ্কে ভর করেই টুর্নামেন্টে টিকে রইল পর্তুগাল। শেষ ষোলোয় তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া।