
স্লোভাকিয়াকে হেলায় হারিয়ে ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল জার্মানি। খেলার ৮ মিনিটের মাথায় জেরোম বোয়াতেংয়ের গোলে এগিয়ে যায় জার্মানি। এগিয়ে যাওয়ার পর জার্মানির খেলায় ক্ষিপ্রতা আরও বেড়ে যায়। আগ্রাসী ফুটবলে প্রায় সব বিভাগেই বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে নেহাতই অসহায় দেখিয়েছে স্লোভাকিয়াকে। ৪৩ মিনিটের মাথায় জার্মানির মারিও গোমেজের হাত ধরে আসে দ্বিতীয় গোল। দ্বিতীয়ার্ধে ২-০-এ এগিয়ে থেকে শুরু করেও জার্মানির খেলোয়াড়দের মধ্যে এতটুকুও আত্মতুষ্টি চোখে পড়েনি। বরং ব্যবধান বাড়ানোর খিদে পরিস্কার চোখে পড়েছে মাঠে। জার্মানির সেই আগ্রাসী নীতি কাজেও লাগে। ৬৩ মিনিটের মাথায়ে জার্মানির হয়ে ম্যাচের তৃতীয় গোলটি জুলিয়ান ড্র্যাক্সলারের। আগামী শনিবার কোয়ার্টার ফাইনাল খেলতে নামবে বিশ্ব চ্যাম্পিয়নরা।