শক্তিশালী স্পেনকে হারিয়ে ইউরোর কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ইতালি। এদিন ইউরোপের দুই জাত টিম মুখোমুখি হয়। একদিকে স্পেনে তিকিতাকা ফুটবলের বিরুদ্ধে অভেদ্য প্রাচীরের মত ডিফেন্স নিয়ে ইতালি। খেলা যে জমবে তা নিয়ে কারও মনে কোনও প্রশ্ন ছিলনা।
এদিন খেলার শুরু থেকেই কিন্তু খেলায় প্রাধান্য বিস্তার শুরু করে ইতালি। প্রথমার্ধের ৩৩ মিনিটের মাথায় গোল করে ইতালিকে এগিয়ে দেন চিল্লিনি। প্রথমার্ধে ১-০-এ এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধেও নিজেদের প্রাধান্য বজায় রাখতে সমর্থ হয় ইতালি। স্প্যানিশ আর্মার্ডার যাবতীয় রণকৌশল এদিন ফ্রান্সের স্তাদ দ্য ফ্রান্সের সবুজ গালিচায় ব্যর্থ করে দেয় ইতালির শক্তিশালী ডিফেন্স। খেলার শেষ প্রান্তে এসে ইনজুরি টাইমে পেল্লের গোলে ব্যবধান বাড়ায় তারা। কোয়ার্টার ফাইনালে ইতালির প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি।