
রুদ্ধশ্বাস ম্যাচে ইতালিকে হারিয়ে ইউরো কাপের সেমিফাইনালে পৌঁছে গেল জার্মানি। এদিনও পেনাল্টি শ্যুটআউটে ম্যাচের ফলাফল নির্ধারিত হয়। তবে খেলার মূলপর্ব ছিল টানটান উত্তেজনায় ভরা। দু’ দলই নিজেদের শেষটুকু উজাড় করে খেলেছে। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে ৬৫ মিনিটের মাথায় জার্মানিকে গোল করে এগিয়ে দেন মেসুট ওজিল। এই প্রতিযোগিতায় ওজিলের এটাই প্রথম গোল। এরপর ৭৭ মিনিটের মাথায় পেনাল্টির সুযোগ পায় ইতালি। খেলায় ফেরার সেই সুবর্ণ সুযোগ হাতছাড়া করেননি বোনুচি। এরপর ১-১ ফল নিয়ে খেলা অতিরিক্ত সময় পর্যন্ত গড়ালেও গোল হয়নি। ফলে পেনাল্টি শ্যুটআউট। সেখানেই শেষ হাসি হাসল জার্মানি। ৬-৫ ব্যবধানে শেষ করে সেমিফাইনালে পৌঁছে গেল এবারের প্রতিযোগিতার অন্যতম ফেভারিট জার্মানি। ছিটকে গেল ইতালি। রবিবার সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে মাঠে নামছে ফ্রান্স ও আইসল্যান্ড।