
ইউরো কাপের ফাইনালে পৌঁছে গেল গ্রুপ লিগে একটাও ম্যাচ জিততে না পারা পর্তুগাল। গ্রুপ লিগ থেকেই যে দলের বিদায় প্রায় নিশ্চিত ছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সেই দল সেমিফাইনালে কিন্তু স্বমহিমায় ফিরে এসেছে। কে বলবে গ্রুপ লিগে নিজের গ্রুপ থেকে ৩ নম্বর দল হিসাবে নিছক নিয়মের কাঁধে ভর করে শেষ ১৬-তে পৌঁছনো পর্তুগালই এদিন সেমিফাইনাল জেতা পর্তুগাল! প্রথম সেমিফাইনালে ওয়েলসের টিম গেম প্রথমার্ধে পর্তুগালকে তেমন সুবিধে করতে দেয়নি। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই খেলার ভাগ্য নির্ধারণ হয়ে যায়। ৫০ মিনিটের মাথার পর্তুগালের হয়ে প্রথম গোলটি আসে সিআর সেভেনের পা থেকেই। এর ঠিক ৩ মিনিট পর দ্বিতীয় গোল করেন ন্যানি। বদলে যায় খেলার চেহারা। গোটা মাঠে আধিপত্য বিস্তার করে পর্তুগাল। তবে লড়াইতে ত্রুটি রাখেনি ওয়েলস। এবারের ইউরোয় সবচেয়ে চোখে পড়া দল ওয়েলসের টিম গেম শেষ বাঁশি বাজা পর্যন্ত লড়েছে পর্তুগালের গোলে বল জড়ানোর জন্য। কিন্তু শেষ রক্ষা হয়নি। বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে জার্মানির মুখোমুখি ফ্রান্স।