
গ্রিজম্যানের তাণ্ডবে ইউরোর সেমিফাইনালেই থেমে গেল জার্মানির বিজয়রথ। ২-০ গোলে ফ্রান্সের কাছে হেরে এবারের মত প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হল জোয়াকিম লোর বিশ্ব চ্যাম্পিয়ন দলকে। এদিনও খেলার শুরু থেকে শেষ পর্যন্ত জার্মান খেলোয়াড়দের মধ্যে ক্লাব ফুটবলের ক্লান্তি চোখে পড়েছে। তাছাড়া জার্মান ডিফেন্স নিয়ে বারবার যে প্রশ্ন উঠছিল তা এদিন ফ্রান্সের সামনে প্রকট হয়ে উঠল। এদিন প্রথমার্ধের একদম শেষ প্রান্তে এসে পেনাল্টি পায় ফ্রান্স। সেই সুযোগ হাতছাড়া করেননি ফ্রান্সের তারকা ফুটবলার গ্রিজম্যান। এবারের ইউরোতে প্রথম থেকেই ফর্মে গ্রিজম্যান। ফ্রান্সকে ফাইনালে তোলার ক্ষেত্রেও তাঁরই দাপট কাজে এল। দ্বিতীয়ার্ধের ৭২ মিনিটের মাথায় ফের গ্রিজম্যানের পা থেকেই আসে দ্বিতীয় গোল। ২ গোলে পিছিয়ে পড়ার পর খেলায় ফেরা মুশকিল ছিল। জার্মানিকে সেই সুযোগও শেষ মুহুর্তে পর্যন্ত দেয়নি ফ্রান্স। রবিবার ফাইনালে মুখোমুখি হচ্ছে ফ্রান্স-পর্তুগাল।