
রাশিয়ান ফুটবল ফেডারেশনকে দেড় লক্ষ ইউরো জরিমানা করল উয়েফা। মার্সেইতে রাশিয়া-ইংল্যান্ড ম্যাচে দুই দলের সমর্থকদের মধ্যে প্রবল হাতাহাতি হয়। সংঘর্ষ ছড়ায় স্টেডিয়ামের গণ্ডি পেরিয়ে রাজপথেও। অভিযোগ সে সময়ে রাশিয়ান সমর্থকেরা ইংল্যান্ডের সমর্থকদের উদ্দেশ্য করে বর্ণবিদ্বেষমূলক শ্লোগান দেয়। এরপরই বৈঠকে বসে উয়েফা। রাশিয়াকে জরিমানার পাশাপাশি এদিন সতর্কও করেছে উয়েফা। এমন ঘটনার পুনরাবৃত্তি হলে রাশিয়াকে ইউরো কাপ থেকে বার করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা। এদিকে গণ্ডগোল পাকানোর অভিযোগে রাশিয়ান সমর্থকদের একটি বড় অংশকে ফ্রান্স থেকে দেশে ফিরিয়ে দিয়েছে ফরাসী প্রশাসন। ফলে আগামী বুধবার স্লোভাকিয়ার বিরুদ্ধে ম্যাচে রাশিয়ার হয়ে গ্যালারিতে সমর্থকের সংখ্যা অনেকটাই কম থাকবে বলে মনে করা হচ্ছে।