
ইউরো কাপে আইসল্যান্ড রুখে দিল সিআর সেভেনের পর্তুগালকে। ১-১ গোলে ড্র হয়ে যায় খেলা। ন্যানির গোলে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল পর্তুগাল। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে ৫০ মিনিটের মাথায় পর্তুগালের জালে বল জড়িয়ে দেন আইসল্যান্ডের স্ট্রাইকার জামাসন। সেই যে খেলায় সমতা ফেরে তারপর রোনাল্ডোর শত চেষ্টাতেও ভাঙা যায়নি আইসল্যান্ডের ডিফেন্স ওয়াল। ফলে আত্মপ্রকাশেই আশাহত হতে হয় পর্তুগালের সমর্থকদের। এদিন রোনাল্ডোকেও তাঁর ফর্মে খুঁজে পাওয়া যায়নি। অপেক্ষাকৃত দুর্বল আইসল্যান্ডের সঙ্গে পর্তুগালের এই ড্রকে ইউরোর অন্যতম অঘটন হিসেবেই দেখছেন সকলে।