ভারতের বিরোধিতায় কর্ণপাত না করে পাকিস্তানকে এফ-১৬ যুদ্ধবিমান বেচায় শীলমোহর দিল মার্কিন সরকার। আপাতত আটটি এফ-১৬ ফাইটার জেট বিমান ইসলামাবাদকে বেচতে চলেছে আমেরিকা। যার মোট মূল্য পড়বে ৭০০ মিলিয়ন ডলার। দীর্ঘদিন ধরে পাক সরকার যুদ্ধ বিমানগুলি কেনার জন্য আমেরিকার কাছে অনুরোধ করে আসছিল বলে সাফাই দিয়েছে ওবামা প্রশাসন।
ওয়াশিংটনের দাবি, পাকিস্তানকে বিমানগুলি বেচলে তা তাদের সন্ত্রাসবাদ রুখতে সাহায্য করবে। যদিও সে যুক্তি মানতে নারাজ ভারত। এদিকে পাক বিদেশমন্ত্রী সরতাজ আজিজ জানিয়েছেন, তাঁরা প্রথমে ১৮টি এফ-১৬ কিনতে চেয়েছিলেন। কিন্তু আর্থিক সমস্যার কারণে আপাতত আটটি বিমান কিনেই থামতে হচ্ছে তাঁদের।