প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের মাটিতে যৌথ প্রযুক্তিতে কারখানা গড়ার কথা বারবার বলে আসছেন। মেক ইন ইন্ডিয়া উদ্যোগের সেই বার্তা এদিন কিছুটা হলেও বাস্তবায়িত হল। ভারতের টাটা অ্যাডভান্স সিস্টেমের সঙ্গে চুক্তি স্বাক্ষর করল মার্কিন সংস্থা লকহিড মার্টিন। যারা এফ-১৬ বিমান তৈরিতে সিদ্ধহস্ত। প্রধানমন্ত্রী মার্কিন মুলুকে উড়ে যাওয়ার আগেই এই চুক্তি অবশ্যই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। এই চুক্তির ফলে আগামী দিনে এফ-১৬ বিমান তৈরি হবে ভারতেই। রাশিয়ার থেকে একচেটিয়া অস্ত্র নেওয়ার দিনে ইতি টেনে ভারত এখন অন্যান্য দেশ থেকেও আধুনিক অস্ত্র আমদানি করে। এফ-১৬ একটি অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধবিমান। আর ভারতের সুরক্ষা বন্দোবস্তকে আরও পাকাপোক্ত করতে ভারতীয় বিমানঘাঁটিতে আরও এফ-১৬ বিমান জরুরি বলে মনে করছে কেন্দ্র। এই অবস্থায় ভারতের মাটিতে ভারতেরই কোনও সংস্থার সঙ্গে হাতে হাত মিলিয়ে লকহিড মার্টিনের এই চুক্তি অবশ্যই ভারতের জন্য ভাল খবর।