ফেসবুক আর নিরাপদ নয়। জনপ্রিয় সোশ্যাল সাইট থেকে চুরি যাচ্ছে ব্যবহারকারীদের গোপন তথ্য। রটান হচ্ছে ভুয়ো খবর। ভুরি ভুরি এই সমস্ত অভিযোগ জমা পড়েছিল ফেসবুক জনক মার্ক জুকারবার্গের কাছে। ফেসবুকের নিরাপত্তা আরও জোরদার করতে প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি। কিন্তু অবস্থা যেই কে সেই। ফের অশ্লীল ও ভুয়ো পোস্টের দায়ে কাঠগড়ায় দাঁড়াতে হল ফেসবুককে। ফেসবুকে এখন ইচ্ছামত যে কেউ নীল ছবি, পর্ন ভিডিও, ভুয়ো খবর ছড়িয়ে দিচ্ছে। ফলে দেশের বিভিন্ন প্রান্তে অনেক সময় ছড়াচ্ছে অশান্তি। এই নিয়ে বিগত কয়েক মাস ধরে নাজেহাল দশা পাপুয়া নিউগিনি সরকারের।
তাই আপাতত ১ মাসের জন্য ফেসবুককে দেশে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিতে পারে সে দেশের প্রশাসন। সরকারের তরফ থেকে জানান হয়েছে, এই ১ মাসে ফেসবুক ব্যবহারকারীদের ওপর নজরদারি চালাবে প্রশাসন। দেখা হবে, কোথা থেকে এই মিথ্যা খবর দিনের পর দিন প্রচারিত হচ্ছে। দেশের সাধারণ মানু্ষ ফেসবুকে কী ধরণের পোস্ট করতে পছন্দ করেন তাও বিচার করে দেখা হবে। ভুয়ো খবর আটকাতে অন্য উপায় বার করার বিষয়ে আশ্বস্ত করেছেন পাপুয়া নিউ গিনির যোগাযোগমন্ত্রী স্যাম বাসিল। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, সমস্ত দিক খতিয়ে দেখার পরেই ফের ফেসবুক চালু করা হবে। নতুবা ফেসবুকের বিকল্প কোনও সোশ্যাল সাইট তৈরি করা হবে দেশবাসীর জন্য।