করোনা আতঙ্ক এতটাই ছড়িয়েছে যে তার প্রভাবে স্কুল, কলেজ তো বটেই, এমনকি বড় বড় সংস্থা তাদের অফিসও বন্ধ করে দিয়েছে আমেরিকা থেকে ব্রিটেনে। যারমধ্যে রয়েছে ফেসবুক, ট্যুইটারের মত সংস্থাও। রয়েছে অ্যাপল-এর মত সংস্থাও। করোনা ছড়ানোর ভয়ে অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে সংস্থাগুলি। তাহলে কী কাজকর্ম লাটে? এক্ষেত্রে অন্য পথে হেঁটেছে তারা।
অফিস বন্ধ মানেই কাজ বন্ধ নয়। এটা কর্মীদের বুঝিয়ে দিয়েছে সংস্থাগুলি। কাজে লাগিয়েছে বর্তমানে সাধারণ অবস্থাতেও প্রচলিত অফিস ওয়ার্ক ফ্রম হোম। বাড়ি থেকে কাজ। বাড়ি থেকে বার হতে হবেনা। তবে অফিসের যে সময়টা সে সময় ওই কর্মীকে অনলাইন থাকতে হবে। ইন্টারনেটের মাধ্যমেই যাবে তার করণীয় কাজের তালিকা। সেই কাজ সম্পূর্ণ করে সময়ের মধ্যেই তা পাঠাতে হবে।
ওয়ার্ক ফ্রম হোম এখন অনেক অফিসেই হয়ে থাকে। বিশেষত যেসব অফিসের অধিকাংশ কাজ দাঁড়িয়েই আছে ইন্টারনেটের ওপর। এছাড়া ভিডিও কনফারেন্সের সুবিধা রয়েছে। ফলে মিটিংও হয়ে যাচ্ছে বিভিন্ন প্রান্তে বসা অফিস কর্মচারিদের মধ্যে। ফেসবুকের প্রায় ৩ হাজার কর্মী রয়েছেন। তাঁদের এক কর্মীর দেহে করোনা পাওয়াও গেছে। এরপরই আমেরিকা ও ব্রিটেনের অফিসে আগামী সোমবার পর্যন্ত তালা ঝুলিয়েছে সংস্থা। সব কর্মী কাজ করছেন অনলাইনে বাড়িতে বসে। একই রাস্তায় হেঁটেছে অ্যাপল বা অন্য সংস্থাগুলি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা