১০ কোটি দিচ্ছি, ছেলেকে সুযোগ দিন, অফার পেয়ে কি করেছিলেন পরিচালক ফারাহ খান
তাঁকে এক প্রযোজক ১০ কোটি টাকা অফার করেছিলেন। চেয়েছিলেন তাঁর ছেলেকে হ্যাপি নিউ ইয়ার সিনেমায় নিতে হবে। তখন কি করেন পরিচালক ফারাহ খান?
ফারাহ খান পরিচালক হিসাবে শেষ সিনেমা তৈরি করেছেন হ্যাপি নিউ ইয়ার। সেই সিনেমায় তিনি বেছে বেছেই অভিনেতা নিয়েছিলেন। শাহরুখ খান তো ছিলেনই। সেই সঙ্গে নজর কাড়েন অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, বোমান ইরানি, সোনু সুদের মত বলিষ্ঠ অভিনেতারা।
ওই সিনেমায় তাঁর ছেলেকে সুযোগ করে দেওয়ার জন্য ফারাহ খানকে এক প্রযোজক ১০ কোটি টাকা দিতে চেয়েছিলেন। একটি সাক্ষাৎকারে সেকথা জানান ফারাহ। এমন অফারও কিন্তু নস্যাৎ করে দিয়েছিলেন তিনি।
ওই প্রযোজককে তিনি সাফ জানিয়ে দেন সিনেমার প্রতি কোনও অন্যায় তিনি করতে পারবেননা। তিনি ওই প্রযোজকের ছেলেকে নিতে পারবেননা।
প্রযোজক চেয়েছিলেন নাসিরুদ্দিন শাহ ও রত্না পাঠক শাহের ছেলে ভিভান শাহের জায়গায় তাঁর ছেলেকে ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমায় সুযোগ দিন ফারাহ। ফারাহ জানান সেদিন ঝাঁসির রানির মত সেই অফারে না করে দেন তিনি।
ফারাহ খান জীবনে ৪টি সিনেমায় পরিচালনার কাজ করেছেন। আর সেই ৪টিই হিট। সুপারহিট হয় ৩টি সিনেমা। যে ৩টিতেই তিনি শাহরুখ খানকে নিয়েছিলেন।
ফারহার ৪টি সিনেমা হল ‘ম্যায় হুঁ না’, ‘ওম শান্তি ওম’, ‘তিস মার খান’ এবং ‘হ্যাপি নিউ ইয়ার’। এরমধ্যে ‘ম্যায় হুঁ না’, ‘ওম শান্তি ওম’ এবং ‘হ্যাপি নিউ ইয়ার’, এই ৩টি সিনেমাই শাহরুখের জীবনের মাইলফলক সিনেমা হয়ে আছে। অবশ্যই ফারাহ খানের জন্যও এই সিনেমাগুলি চিরদিনের হয়ে থাকবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা