বিজেপি বিরোধী জোটের শক্তি সর্বসমক্ষে আনতে পাটনায় এদিন জনসভা করলেন আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব। সভায় যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল, অখিলেশ যাদব, শরদ যাদব, গুলাম নবি আজাদ সহ অনেকে। যদিও এই জোটে দূরত্ব বজায় রেখেছেন মায়াবতী। তাঁর যুক্তি ইতিহাস নাকি বলছে এ ধরণের জোটে কোনও না কোনও দল পিছন থেকে ছুরি মারে। এটাই তাঁর অভিজ্ঞতা।
পাটনার জনসভা থেকে এদিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৯-এ বিজেপিকে দেশ থেকে উৎখাতের ডাক দেন। সেই লক্ষ্যে সব বিরোধী দলকে এক ছাদের তলায় আসার আহ্বানও জানান তিনি। তাঁর দাবি, কেন্দ্র বিরোধিতা করলেই ভয় দেখাচ্ছে। অফ দ্যা এজেন্সি, ফর দ্যা এজেন্সি ও বাই দ্যা এজেন্সির হাত ধরে দলগুলোকে ভয় দেখানো হচ্ছে। তাঁদের নেতাদের জেলে পোরা হচ্ছে। কিন্তু তৃণমূল বিজেপির সঙ্গে আপস করবে না বলেও এদিন পরিস্কার করে দেন মমতা। বরং বিজেপিকে উদ্দেশ্য করে তাঁর হুংকার, আগে ২০১৯ ভাবুন, তারপর ২০২২ ভাববেন। বিজেপি বিরোধী লড়াইয়ে লালুপ্রসাদকে তৃণমূল রাজনৈতিক সমর্থন দেবে বলেও এদিন পাটনার মঞ্চ থেকে পরিস্কার করে দেন মমতা। সেইসঙ্গে বিহারে দাঁড়িয়ে নাম না করে নীতীশ কুমারের উদ্দেশ্যে তিনি বলেন, মানুষ কোনও প্রতারককে কখনও গ্রহণ করে না। এদিন পাটনার এই জনসভায় প্রায় ২ লক্ষ মানুষের সমাগম করে লালুপ্রসাদ বুঝিয়ে দিলেন বিহারের রাজনীতিতে তিনি এখনও এক প্রাসঙ্গিক ও জনপ্রিয় মুখ।