কেন্দ্রে বিজেপি গিয়ে কংগ্রেস এলে কী কোনও চমৎকার হবে? এদিন কটাক্ষের সুরেই নবান্নে দাঁড়িয়ে প্রশ্ন তুললেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। অকংগ্রেসি ও অবিজেপি জোট হিসাবে ফেডারেল ফ্রন্ট গড়ার ভাবনাই যে তাঁকে এদিন নবান্ন অবধি টেনে এনেছে তাও পরিস্কার করে দেন তিনি। সোমবার দুপুরেই পূর্বনির্ধারিত সূচি মেনে নবান্নে হাজির হন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী। তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর দীর্ঘ সময় দুজনের আলোচনা হয়। সেখানে ফেডারেল ফ্রন্ট যে একটা বড় জায়গা পেয়েছে তা এদিন বৈঠক শেষে দুই মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে স্পষ্ট। তবে এখনই কোনও তাড়াহুড়োর রাস্তায় হাঁটতে রাজি নন দুপক্ষই। বরং সকলের সঙ্গে কথা বলেই একটা সিদ্ধান্তে পৌঁছতে চাইছেন তাঁরা।
ইতিমধ্যেই এনডিএ ছেড়ে বেরিয়ে আসা তেলেঙ্গানার প্রতিবেশি রাজ্য অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সঙ্গে কথা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এভাবে এক এক দলকে এক ছাদের তলায় আনার চেষ্টা যে নেহাত সহজ কাজ হবে না তা মেনে নিচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞেরা। তবে চেষ্টা যে জোরকদমে চলছে তা বলাই বাহুল্য।