রাশিয়ায় বিশ্বকাপ ফুটবল শুরু এখন কয়েক ঘণ্টার অপেক্ষা। তার ঠিক আগেই ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফুটবলের আয়োজক স্থির হয়ে গেল বুধবার। লড়াই ছিল মরক্কো বনাম উত্তর আমেরিকার ৩ দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মধ্যে। ফলে বোঝাই যাচ্ছিল ধারে ভারে মরক্কোকে টেক্কা দেবে উত্তর আমেরিকার ৩ দেশ। হলও তাই। এদিন ফিফার সভায় ২০০টি ভোটের মধ্যে ৩ দেশ পায় ১৩৪টি ভোট। অর্থাৎ মোট ভোটের ৬৭ শতাংশ। অন্যদিকে মরক্কো পায় ৬৫টি ভোট। ১টি ভোট পড়েনি।
সহজেই ভোটাভুটিতে জিতে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো জিতে নিল ২০২৬ সালে বিশ্বকাপ আয়োজনের সত্ত্ব। যা ঠিক রয়েছে তাতে মার্কিন যুক্তরাষ্ট্রে হবে ৮০টির মধ্যে ৬০টি ম্যাচ। অন্য ২ দেশ ১০টি করে ম্যাচের আয়োজন করবে। ফাইনাল হবে নিউ জার্সিতে।
এই প্রথম কোনও ফুটবল বিশ্বকাপ ৩টি দেশ একসঙ্গে আয়োজন করতে চলেছে। এদিন ২০২৬ বিশ্বকাপ আয়োজনের সত্ত্ব পাওয়ার পর মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সকলকে অভিনন্দন জানান। ২০২৬ অবশ্য দেরি আছে। তার আগে ২০২২ সালে বিশ্বকাপ ফুটবলের আয়োজন করতে চলেছে মধ্য প্রাচ্যের আরব দেশ কাতার।