বিশ্ব ফুটবলে কত দেশের পিছনে ভারত, ১ নম্বরে কে, প্রকাশিত তালিকা
বাংলার ফুটবল প্রেম একটা রূপকথার কাহিনির মত। ভারতেও ফুটবলের যথেষ্ট চর্চা রয়েছে। বিশ্ব ফুটবলে ভারত কত নম্বরে উঠে এল, প্রকাশিত হল তালিকা।
ভারতে ফুটবলের প্রতি ভালবাসা নেহাত কম নয়। বাংলায় ফুটবলের যেমন একটা সুপ্রাচীন ইতিহাস রয়েছে, ভারতেরও কয়েকটি প্রান্তে ফুটবলের চল দীর্ঘদিনের। তবে এত কিছুর পরেও বিশ্ব ফুটবলের মানচিত্রে ভারত সেভাবে মাথা তুলে দাঁড়াতে পারেনি। বিশ্বকাপেও কখনও খেলার সুযোগ করে উঠতে পারেনি।
ফিফা যে দেশ ভিত্তিক ক্রমতালিকা বার করে তাতে ভারতের সবচেয়ে সেরা অবস্থান ছিল ৯৯ নম্বরে। ১০০-র মধ্যে প্রবেশ করতে পারে এই দেশ। তবে এবার ১০০-র মধ্যেও থাকা হল না। ভারত রইল ১২৪ নম্বরে।
বিশ্ব ফুটবলে ১২৪ নম্বরে থাকাই নয়, এশিয়াতেও ভারতের অবস্থান বড় একটা খুশি করতে পারেনি। তারা রয়েছে ২২ নম্বরে। যার আগে রয়েছে সিরিয়া, প্যালেস্টাইন, ভিয়েতনামের মত দেশের ফুটবল দল।
এদিকে বিশ্ব ক্রমতালিকায় ১ নম্বরে উঠে এসেছে আর্জেন্টিনা। বিশ্বকাপ জয়ী মেসির আর্জেন্টিনা এবার কোপা আমেরিকাতেও শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। সব মিলিয়ে তারা ১ নম্বরে।
লাতিন আমেরিকার ফুটবল বললেই যে দেশের নাম মনে আসে সেই ব্রাজিল নেমে গিয়েছে ৫ নম্বরে। ফ্রান্স ২ নম্বর স্থানে রয়েছে। ইউরো কাপে ইংল্যান্ডকে ফাইনালে হারানো স্পেন রয়েছে তৃতীয় স্থানে। ৪ নম্বরে ইংল্যান্ড।
৬ নম্বর দেশ হিসাবে রয়েছে বেলজিয়াম। ৭ নম্বরে নেদারল্যান্ডস। রোনাল্ডোর পর্তুগাল অষ্টম স্থানে রয়েছে। কোপায় আর্জেন্টিনার কাছে ফাইনালে হেরে যাওয়া কলম্বিয়া তালিকার ৯ নম্বরে রয়েছে।