হওয়ার কথা ছিল গুয়াহাটিতে। ফিরে এল যুবভারতীতে। অসমে প্রবল বৃষ্টিতে গুয়াহাটির মাঠ কাদায় কাদা। ফলে সেখানে বিশ্বকাপের সেমিফাইনালের মত গুরুত্বপূর্ণ ম্যাচ করানো মুশকিল। ফলে সোমবার সিদ্ধান্ত নিয়ে ম্যাচ ফেরানো হল কলকাতায়। ইংল্যান্ডের সঙ্গে খেলতে যে ব্রাজিল টিম এদিন সকালেই উড়ে গিয়েছিল গুয়াহাটি তারা ফের ফেরত আসছে কলকাতায়।
সূচি অনুযায়ী কলকাতায় ফাইনাল ও তৃতীয়-চতুর্থ স্থানের লড়াই হওয়ার কথা। সেখানে একটা সেমিফাইনালও জুটে গেল কলকাতার কপালে। অনলাইনে সোমবার রাত সাড়ে আটটা থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিটের দাম ১০০ টাকা। কলকাতার ব্রাজিল ভক্তি আজকের নয়। সেই ব্রাজিলের খেলা মাত্র ৩ দিনের ব্যবধানে পেয়ে কলকাতাবাসী বেজায় খুশি। বুধবার সেমিফাইনালে যুবভারতীর সবুজ গালিচায় ছুটবে ব্রাজিল ও ইংল্যান্ড। লড়াই ফাইনালে পৌঁছনোর। ফলে ফের একবার তাদের জন্য গলা ফাটানো চিৎকার শুনতে পাবে ব্রাজিলের ফুটবলাররা।