ধৈর্যের বাঁধ ভাঙল বেলা বাড়তেই। টিকিট কাউন্টার থেকে কোনও টিকিট মিলবে না। কেবল অনলাইনেই পাওয়া যাবে টিকিট। একথা কানে যেতেই ক্ষোভ ফেটে পড়ল যুবভারতীর সামনে। বাধ্য হয়ে পুলিশকে এগিয়ে আসতে হয় উত্তপ্ত জনতাকে বুঝিয়ে সুঝিয়ে ঠান্ডা করতে। কিন্তু তাতে ঠান্ডা হওয়া দূরে থাক, উত্তাপ ক্রমশ বাড়তে থাকে।
গত সোমবার গুয়াহাটির মাঠে খেলা হবে না বলে জানিয়ে দেয় ফিফা। খেলা সরিয়ে আনা হয় কলকাতার যুবভারতীতে। প্রবল বৃষ্টি। আর তার জেরে মাঠের বেহাল দশার জেরে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সেমিফাইনালের মত গুরুত্বপূর্ণ ম্যাচ সরাতে বাধ্য হয় ফিফা। জানানো হয় রাত সাড়ে ৮টা থেকে অনলাইনে মিলবে টিকিট।
একথা কলকাতায় ছড়িয়ে পড়তে সোমবার রাত থেকেই শুরু হয় অনলাইনে টিকিট কেনার হিড়িক। কিন্তু অভিযোগ অনলাইনে প্রায়ই ক্র্যাশ করেছে সার্ভার। ফলে টিকিট মেলেনি। ওটিপি কাজ করেনি। অনেকের টাকা কাটা গেলেও টিকিট জোটেনি। এরপর যুবভারতীর সামনে এদিন ভোররাত থেকেই লাইন পড়তে শুরু করে। অফলাইনে টিকিট কিনতে ক্রমশ সর্পিল হতে থাকে লাইনের চেহারা। বেলা বাড়তে ভিড় উপচে পড়ে। কিন্তু কাউন্টার না খোলায় শুরু হয় হৈচৈ। তারপরই আগুনে ঘৃতাহুতির মত জানানো হয় টিকিট কাউন্টার থেকে মিলবে না। মিলবে কেবল অনলাইনে। আর তাতেই ক্ষোভে ফেটে পড়েন সকলে। এতক্ষণ লাইনের পরে টিকিট না পাওয়ায় উত্তাপ ক্রমশ বাড়তে থাকে। পুলিশ এসে অবস্থা আয়ত্তে আনার চেষ্টা চালায়।