স্প্যানিশ আর্মাডা বনাম ব্রিটিশ সিংহ, শেষ লড়াইয়ের অপেক্ষায় কলকাতা
ব্রাজিলকে বিধ্বস্ত করে তিলোত্তমার মুখ থেকে হাসি কেড়েছে ইংল্যান্ড। পৌঁছে গেছে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনালে। অন্যদিকে মালির বাগান তছনছ করে দিয়েছে তিকিতাকা।
ব্রাজিলকে বিধ্বস্ত করে তিলোত্তমার মুখ থেকে হাসি কেড়েছে ইংল্যান্ড। পৌঁছে গেছে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনালে। অন্যদিকে মালির সাজানো বাগান তছনছ করে দিয়েছে স্পেনের তিকিতাকা। আগেই অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবলে শেষ হয়েছে লাতিন আমেরিকার দৌড়। এবার আফ্রিকার শেষ সম্ভাবনা মালিও পরাজিত। সুতরাং কাপ যাচ্ছে ইউরোপেই। সেই কাপ কার ঘরে ঢুকবে তার লড়াই যুবভারতীর বুকেই। বলা বাহুল্য, গেমপ্ল্যান হোক বা মাঠে বল দখলের লড়াই, কেউ কাউকে সূচ্যগ্র মেদিনী ছাড়বে না।
এখনও পর্যন্ত মাঠে স্কিলের ফুলঝুরি ঝরানো স্পেনীয় আবেল রুইজ এবং ব্রিটিশ স্ট্রাইকার রিয়ান ব্রিউস্টারের মধ্যে চলবে সোনালি বুটের লড়াই। অনূর্ধ্ব-১৭ ইউরো কাপের ফাইনালেও মুখোমুখি হয়েছিল এই দুই দেশ। সেই যুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ হাসি হেসেছিল স্প্যানিশ আর্মাডা। তার বদলা কি বিশ্বকাপের ফাইনালে নিতে পারবে ইংল্যান্ড? নাকি স্প্যানিশ আর্মাডার পরাক্রমে ফের তীরে এসে তরী ডুববে ব্রিটিশদের? এই উত্তরের জন্য আপাতত শনিবাসরীয় রাতের জন্য অপেক্ষা করতে হবে ফুটবলপ্রেমীদের।