অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবলের আসর শুরু হতে আর কয়েক ঘণ্টার অপেক্ষা। কিন্তু যুবভারতীতে বিশ্বকাপের বল পায়ে ছুট দেখতে এখনও অপেক্ষা করতে হবে রবিবার পর্যন্ত। রবিবারই যুবভারতীতে প্রথম ম্যাচ। ওদিন দুটি ম্যাচ থাকছে। প্রথম ম্যাচে বিকেল ৫টায় মুখোমুখি চিলি-ইংল্যান্ড ও দ্বিতীয় ম্যাচে রাত ৮টায় মুখোমুখি ইরাক-মেক্সিকো।
এই খেলা দেখার বন্দোবস্ত কিন্তু পাকা করে ফেলেছে বিধাননগর পুলিশ। থাকছে কড়া নিরাপত্তা বন্দোবস্ত। বিধাননগর কমিশনারেটের পুলিশ কমিশনার জ্ঞানবন্ত সিং জানান, মোচ ১১০টি চেকিং পয়েন্ট থাকবে। দর্শকদের আনা নেওয়ার জন্য থাকবে ১১০টি শাটল বাস। টিকিটে থাকবে বার কোড। বারকোড মেশিনে পরীক্ষা হবে। সঠিক হলে তবেই প্রবেশের অধিকার মিলবে। মাঠের মধ্যেই জল ও খাবারের ব্যবস্থা থাকবে। বাইরে থেকে জলের বোতল বা খাবার নিয়ে মাঠে ঢোকা যাবে না। এমনকি কোনও ব্যাগ নিয়েও পুরুষরা মাঠে ঢুকতে পারবেন না। কেবল মানি পার্স ও মোবাইল নিয়ে মাঠে ঢোকার অনুমতি মিলবে। তবে মহিলাদের ক্ষেত্রে ব্যাগ নিয়ে ঢোকার সুযোগ থাকবে।
পার্কিং-এর সুবন্দোবস্ত করা হয়েছে। প্রত্যেক গেটে পার্কিংয়ের সুযোগ থাকছে। প্রত্যেক গেটের পার্কিং টিকিটের রং হবে আলাদা। মোট ২ হাজার ৬০০টি গাড়ি পার্কিংয়ের বন্দোবস্ত থাকছে। আগামী বৃহস্পতিবার থেকে পার্কিং পাস পাওয়া যাবে।