Sports

ফুটবল বিশ্বকাপ, ঐতিহাসিক মুহুর্তের মুখে ভারত

শেষ প্রহর গোনা। অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর সামান্য সময়ের অপেক্ষা। তারপরই ফুটবলে পা পড়বে। ছুটবেন বিশ্বের তাবড় দেশের কিশোর প্রতিভারা। তার আগে হবে বিশ্বকাপের আনুষ্ঠানিক উদ্বোধন। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে থাকছেন ভারতের বিভিন্ন সময়ের ফুটবল তারকারা। থাকবেন অন্য জগতের মানুষজনও। তবে ফিফা সাফ জানিয়েছে উদ্বোধনে নয়, ফুটবলের পিছনে খরচ করুক ভারত। তাই উদ্বোধন হলেও তা বিশাল কিছু হবে না। জাঁকজমকও তেমন চোখধাঁধানো কিছু হবে না। উদ্বোধন অনুষ্ঠানের পরই শুরু হবে খেলা।

প্রথম দিনেই মাঠে নামছে ভারত। ফুটবলের কোনও বিভাগে ভারতের বিশ্বকাপ খেলা এতদিন স্বপ্নই থেকেছে। এদিন ভারতের ১১টি কিশোর দামাল মিলে সেই স্বপ্নকে বাস্তব রূপ দিতে চলেছে। এ ভারতের জন্য অবশ্যই এক ঐতিহাসিক মুহুর্ত। প্রথম খেলায় আমেরিকার মুখোমুখি ভারত। খেলা রাত ৮টায়। দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে। তার আগে বিকেল ৫টায় থাকছে কলম্বিয়া ও ঘানার মধ্যে লড়াই। ওই একই মাঠে। গ্রুপ ‘এ’-র দুটি ম্যাচই হচ্ছে দিল্লিতে। অন্যদিকে নবি মুম্বইতেও থাকছে ২টি ম্যাচ। বিকেল ৫টায় থাকছে নিউজিল্যান্ড ও তুরস্ক ম্যাচ। রাত ৮টায় থাকছে প্যারাগুয়ে ও মালি ম্যাচ। ২টি খেলাই ‘বি’ গ্রুপের।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button