রবিবার স্থানীয় সময় সকাল ৮টা নাগাদ ৬.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল দেশ। রিখটার স্কেলে ৬.২ মাত্রাকে প্রবল বলেই চিহ্নিত করা হয়। ইউএসজিএসের তথ্য অনুযায়ী ভারতীয় সময় রবিবার রাত আড়াইটে নাগাদ প্রবল ভূমিকম্পটি হয় প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ফিজিতে।
প্রথম কম্পনের কিছুক্ষণ বাদেই ফের ৫.২ মাত্রার একটি আফটার শকে কেঁপে ওঠে দ্বীপরাষ্ট্র। ৫.২ মাত্রাকেও ক্ষতিকারক বলেই ধরা হয়। এদিনের ভূমিকম্প ফিজি ও টোঙ্গা দ্বীপের মধ্যবর্তী দক্ষিণ অংশে অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থলের গভীরতা ছিল ৫০০ কিলোমিটার। কোনও সুনামি সতর্কতা এখনও পর্যন্ত জারি করেনি প্রশান্ত মহাসাগরীয় সুনামি সেন্টার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা