কথা বলা নয়, এ দেশে মোবাইল দূরে ছুঁড়ে দেওয়ারও চল রয়েছে
মোবাইলে সকলে কথা বলেন। অতি যত্নে তা রাখেন। বিশ্বে এমনও এক দেশ রয়েছে যেখানে মানুষ কেবল মোবাইলে কথাই বলেন না, তা দূরে ছুঁড়েও দেন।
এখন দুনিয়া অনেকটাই মোবাইল ফোন নির্ভর। মোবাইলে ইন্টারনেটের গতি বাড়াতে ৫জি পরিষেবাও এসে গিয়েছে। এখন মোবাইল ছাড়া একটা মুহুর্তও চলা মুশকিল। তাই মোবাইল ব্যবহার করার পাশাপাশি তাকে যত্ন করে রাখা, সুরক্ষিত রাখার দিকেও যথেষ্ট নজর দেন সকলে।
একটি মোবাইলের দামও যথেষ্ট। সেই মোবাইল কেউ কখনও রেগে ছুঁড়ে থাকতে পারেন কদিচ কখনও, তবে জেনে বুঝে খেলার ছলে কখনও মোবাইল কেউ ছুঁড়বেন না।
কিন্তু যদি বলা হয় একটা দেশ রয়েছে যেখানে খেলার ছলেই মোবাইল ছোঁড়েন সকলে। আর সেটাকে দেশের অন্যতম খেলার মর্যাদা দেয় সে দেশের সরকার। অবাক হলেন? হতেই পারেন। কিন্তু এটাই সত্যি।
নোকিয়া নামে মোবাইল ফোন সংস্থা যে দেশের সেই ফিনল্যান্ডে এই মোবাইল ছোঁড়ার একটা প্রতিযোগিতা প্রতিবছর অনুষ্ঠিত হয়। ২০০০ সাল থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা এখন আন্তর্জাতিক রূপ পেয়েছে।
মোবাইল ছোঁড়ার এই প্রতিযোগিতায় বহু প্রতিযোগী অংশ নেন। তাঁরা তাঁদের হাতে থাকা মোবাইল যতটা পারেন দূরে ছুঁড়ে দেন। যাঁর মোবাইল যত দূরে পৌঁছবে এবং যাঁর ছোঁড়ার ধরন সবচেয়ে ভাল তাঁকে পুরস্কৃত করা হয়। তবে তার আগে কড়া নজরে চুলচেরা বিশ্লেষণ হয় কে কেমন মোবাইল ছুঁড়লেন সেদিকে।
এখন ফিনল্যান্ডের এই আজব খেলা ইউরোপের অন্য দেশেও ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। অনেক দেশ থেকেও ফিনল্যান্ডে প্রতিবছর অগাস্ট মাসে এই প্রতিযোগিতায় অংশ নিতে হাজির হন অনেকে। হাতে থাকে মোবাইল। যা ছুঁড়ে দেন যত দূরে সম্ভব।
বলাই বাহুল্য যে মোবাইলটি নষ্ট হয়ে যায়। প্রশ্ন হল প্রতিযোগিতায় একটা মোবাইল নষ্ট তো হয়, প্রতিযোগীরা তার আগে হাত পাকাতেও কটা মোবাইল নষ্ট করেন! তা অবশ্য জানা যায়নি।