Kolkata

৮২ নম্বর ওয়ার্ড থেকে রেকর্ড ভোটে জয়ী ফিরহাদ হাকিম

কলকাতা পুরসভার ৮২ নম্বর ওয়ার্ড থেকে প্রত্যাশামতই রেকর্ড ভোটে জয় ছিনিয়ে নিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তাঁর প্রাপ্ত ভোট ১৬ হাজার ৫৬৪টি। জয়ী হয়েছেন ১৩ হাজার ৯৮৭ ভোটের ব্যবধানে। দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী। তাঁর ভোট ২ হাজার ৫৭৭টি। তৃতীয় স্থানে সিপিএম প্রার্থী। তাঁর সংগ্রহ ১ হাজার ৭১৭টি ভোট। চতুর্থ স্থানে কংগ্রেস প্রার্থী। তাঁর সংগ্রহ ৫৩৭টি ভোট। ভোটের ফল প্রকাশের সঙ্গে সঙ্গে উৎসবে মেতে ওঠেন তৃণমূল কর্মী সমর্থক থেকে অনেক ওয়ার্ডের কাউন্সিলররা। সবুজ আবিরে ভরে যায় এলাকা। যদিও তখনও ফিরহাদ হাকিম নিজে সেখানে উপস্থিত হননি। তিনি হাজির হন সাড়ে ৯টার পর।

এই জয়ে স্বভাবতই খুশি ফিরহাদ হাকিম। তিনি নিজেই নিজের আগের প্রাপ্ত ভোটের রেকর্ড ভেঙে দিয়েছেন। মেয়র জানান মানুষের বিশ্বাস তৃণমূলের প্রতি বেড়ে যাওয়ায়ই এই বিপুল জয় ও ভোট বৃদ্ধির‌ কারণ। ফিরহাদ জানান, তাঁর বিশ্বাস এমন একটা দিন আসবে সেদিন ১০০ শতাংশ ভোটই তৃণমূলের ভোট বাক্সে পড়বে। বিজেপি অভিযোগ করেছিল তারা ভোটের দিন বিভিন্ন বুথে এজেন্ট দিতেই পারেনি। ফিরহাদের দাবি, বিজেপির কোনও সংগঠনই নেই। তাই তারা এজেন্ট দিতে পারেনি। এখন নাচতে না জানলে উঠোন বেঁকার মত যুক্তি দেখাচ্ছে।


ইতিমধ্যেই কলকাতার মেয়র পদে কাজ শুরু করেছেন তিনি। নতুন নিয়মে ফিরহাদ হাকিমকে ৬ মাসের মধ্যে কলকাতা পুরসভার কোনও ওয়ার্ড থেকে জিতে আসতে হত। ফিরহাদ হাকিম দাঁড়ান ৮২ নম্বর ওয়ার্ড থেকে। এটা তাঁর পুরনো ওয়ার্ড। এখান থেকে আগেও জিতেছেন তিনি। এলাকার পরিচিত মুখ। ফলে জয় নিয়ে নিশ্চিত ছিলেন তিনি। বলেছিলেন লড়াইটা তাঁর সঙ্গে তাঁর নিজের। আগের বার যত ভোট পেয়েছিলেন এবার তার চেয়ে বেশি ভোট পান কিনা সেটাই লড়াই। আর সেই লড়াইয়ে নিজেই এদিন নিজেকে পরাস্ত করলেন কলকাতার মেয়র।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button