Kolkata

কংগ্রেসকে অন্য পরামর্শ দিলেন ফিরহাদ হাকিম, উঠল রাজনৈতিক ঝড়

৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে গেরুয়া ও আপ ঝড়ের পাশাপাশি কংগ্রেসের ভরাডুবি হয়েছে। তারপরই কংগ্রেসকে এমন পরামর্শ তৃণমূল নেতা ফিরহাদ হাকিম দিলেন, যা নিয়ে ঝড় উঠেছে।

কংগ্রেসে তিনিও এক সময় ছিলেন। দলটা করেছেন। এখন অবস্থা দেখে বুঝতে পারছেন না এত পুরনো একটা দলের এমন হাল হল কেন?

তাঁর মতে, কংগ্রেস দুর্ভাগ্যজনকভাবে শেষ হয়ে যাচ্ছে। ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির পর সে সম্বন্ধে প্রতিক্রিয়া দিতে গিয়ে এমনই জানান রাজ্যের তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম।


ফিরহাদ এদিন কংগ্রেসকে একটি পরামর্শ দিয়েছেন। তাঁর মতে, এটাই সঠিক সময়। কংগ্রেসের উচিত তৃণমূলের সঙ্গে মিশে যাওয়া। সেটা হলে সর্বভারতীয় ক্ষেত্রে গান্ধীবাদ ও সুভাষবাদের হাত ধরে গডসেবাদের বিরুদ্ধে লড়া যাবে।

ফিরহাদ হাকিমের এই মন্তব্যের পরই রাজনৈতিক মহলে ঝড় ওঠে। সর্বভারতীয় দল কংগ্রেসকে তৃণমূলে মিশে যাওয়ার বার্তা অনেক কংগ্রেস নেতাই মেনে নিতে পারেননি।


কংগ্রেস নেতা অধীর চৌধুরী পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, তৃণমূলেরই উচিত বিজেপিতে মিশে যাওয়া। এটাই সঠিক সময়। তাঁর দাবি, ফের তৃণমূল নেতারা বিজেপিতে যোগ দেওয়ার চেষ্টা করবেন।

বৃহস্পতিবার ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে। সেখানে ৫ রাজ্যেই কংগ্রেসের হাল বেহাল। সর্বত্রই আসন গতবারের তুলনায় কমেছে।

পঞ্জাব রাজ্যে ক্ষমতায় থাকা কংগ্রেসকে পঞ্জাবের মানুষ প্রত্যাখ্যান করেছেন। উত্তরপ্রদেশে আঞ্চলিক দল বা নির্দলের মত আসন সংখ্যা কংগ্রেসের।

এই অবস্থায় ফিরহাদ হাকিমের বক্তব্য কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞেরা। অন্যদিকে ২০২৪-এর জন্য কি কংগ্রেসকে এবার খোলা অফার দিয়ে দিল তৃণমূল? সে সম্ভাবনাও উড়েয় দেওয়া যাচ্ছেনা।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button