ই-কমার্স ওয়েবসাইট জ্যাবং কিনে নিল ফ্লিপকার্ট। আগেই পোশাকের ই-কমার্স বিপণী মিনত্রা কিনে নিয়েছিল ফ্লিপকার্ট। এবার সেই মিনত্রার হাত ধরে জ্যাবং পকেটস্থ করায় জামাকাপড় বিক্রির দুনিয়ায় ফ্লিপকার্টের পরিধি অনেকটাই বিস্তৃত হল বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।
গ্লোবাল ফ্যাশন গ্রুপের হাতে থাকা জ্যাবংয়ের মালিক হতে চলায় ভারতীয় বাজারে অনলাইনে জামাকাপড় বিক্রিতে কার্যত একচেটিয়া হতে চলেছে ফ্লিপকার্টের রমরমা। জ্যাবং কেনার দৌড়ে ছিল স্ন্যাপডিল ও ফিউচার গ্রুপও। তবে শেষ হাসি হাসল ফ্লিপকার্টই। জ্যাবং কেনায় আগামী দিনে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী অ্যামাজনের বিরুদ্ধে জামাকাপড়ের বাজারে লড়াই অনেকটাই সহজ হয়ে গেল ফ্লিপকার্টের জন্য।