মার্কিন বহুজাতিক রিটেল সংস্থা ওয়ালমার্টের সঙ্গে ভারতের ই-কমার্স ‘দানব’ ফ্লিপকার্টের শেয়ার কেনা নিয়ে কথা চলছে বলেই খবর। সেই ডিল সম্পূর্ণ হলে ওয়ালমার্টের হাতে চলে যাবে ফ্লিপকার্টের ৪০ শতাংশ শেয়ার। ফলে ফ্লিপকার্টের পক্ষে অ্যামাজনকে টক্কর দেওয়া সুবিধাজনক হবে। কিন্তু তার মাঝেই অ্যামাজন নাকি ফ্লিপকার্ট কিনে নেওয়ার জন্য সংস্থাকে অফার দিতে চলেছে। দ্যা মিন্ট সংবাদপত্রের খবরে এমনই বলা হচ্ছে। যা নিয়ে ইতিমধ্যেই দেশের কর্পোরেট মহলে তোলপাড় পড়ে গেছে।
ভারতে ই-কমার্সের গুরুত্ব দিনদিন বাড়ছে। মানুষের অনলাইনে জিনিস কেনার ঝোঁক বাড়ছে। এই অবস্থায় বিশাল অঙ্কের এই বাজারের আধিপত্য কার হাতে থাকবে তা নিয়ে যদি কোনও দুটি সংস্থার মধ্যে লড়াই চলছে তবে তা অবশ্যই অ্যামাজন ও ফ্লিপকার্ট। এই অবস্থায় যদি সত্যিই ফ্লিপকার্টকে অ্যামাজন কিনে নিতে পারে তবে ভারতের ই-কমার্স রাজত্বে তারাই একছত্র সাম্রাজ্য চালাবে।