বিশ্বকে তাক লাগিয়ে ভাসমান পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়তে চলেছে চিন। যা সমুদ্রের মাঝখানে থাকা কোনও দ্বীপ থেকে শুরু করে তৈল উত্তোলন কেন্দ্রের প্রয়োজনীয় বিদ্যুতের যোগান দিতে পারবে। দক্ষিণ চিন সাগরে তাদের কৃত্রিমভাবে তৈরি দ্বীপগুলি নিয়ে বেশ কিছুদিন ধরেই পারদ চড়ছে। বিশেষত কৃত্রিম দ্বীপগুলিতে সামরিক সাজসজ্জা কপালের ভাঁজ আরও পুরু করেছে। দক্ষিণ চিন সাগরে নিজেদের একক আধিপত্য বিস্তার করতে চাওয়া চিনের সঙ্গে ভিয়েতনাম, ফিলিপিন্স তো বটেই এমনকি মার্কিন মুলুকের সম্পর্কও তলানিতে ঠেকেছে। কিন্তু দ্বীপ বানালেও সেখানে বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা তৈরি করে তুলতে পারেনি চিন। কারণ চিনের মূল ভূখণ্ড থেকে গভীর সমুদ্র পর্যন্ত বিদ্যুৎ নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব হচ্ছেনা। এবার তাই সেই সমস্যার সমাধান খুঁজে বার করেছে চিন।
ভাসমান পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বানাতে চলেছে তারা। একটি বিশাল জাহাজেই এই পরমাণু বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা তৈরি সম্ভব বলে মনে করছেন চিনা বিজ্ঞানীরা। অবশ্যই ভাবনা এবং উদ্যোগ দুটোই তাক লাগিয়ে দেওয়ার মত। এটা তৈরি করে তুলতে পারলে দক্ষিণ চিন সাগরে তাদের আধিপত্য যে অনেকটাই বেড়ে যাবে তা এককথায় মেনে নিচ্ছেন বিশেষজ্ঞেরা।