আমেরিকায় বন্দুকবাজের হামলায় মৃত্যু হল ৫০ জনের। ৯/১১-র পর এত বড় হামলা আমেরিকায় হয়নি। মধ্য ফ্লোরিডার অন্যতম শহর অরলান্ডোয় রয়েছে সমকামীদের নাইট ক্লাব পালস। এখানেই রবিবার আচমকা হামলা চালায় ওমর বিন সিদ্দিকি মতিন নামে এক বন্দুকবাজ। ক্লাবে ঢুকে স্বয়ংক্রিয় বন্দুক থেকে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে সে। গুলিতে জখম হয়ে অনেকেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। বাইরে বার হওয়ার চেষ্টায় সকলেই ছোটাছুটি শুরু করেন।
এদিকে ঘটনার খবর শুরুতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। দ্রুত সেখানে হাজির হয় পুলিশ। শুধু গুলি চালনাই নয়, একটি ছোট বিস্ফোরণও ঘটায় ওই বন্দুকবাজ। পরে পুলিশের গুলিতে প্রাণ যায় তার। ঘটনার পর গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। শুরু হয় তল্লাশি। আপাতত ওই নাইট ক্লাব থেকে সকলকে দূরে থাকার নির্দেশ দিয়েছে পুলিশ। এদিকে এই শ্যুট আউটের সঙ্গে সন্ত্রাসবাদের যোগ উড়িয়ে দিচ্ছেন না গোয়েন্দারা। তবে কোনও সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।