যদিও তিনি ডিউটিতে ছিলেন না। কিন্তু বিমানবন্দরে সুরক্ষার কারণে যাত্রীদের পরীক্ষার জায়গায় ভিড় ছিল। বেশ কিছু বিমান দেরি করায় এই সমস্যার সৃষ্টি হয়। সে সময়ে ডিউটিতে না থাকলেও বিমানবন্দরের এক সুরক্ষা আধিকারিক বিমানবন্দর চত্বরেই হায়াত রিজেন্সি হোটেলে ছিলেন। সেই হোটেলের বারান্দা থেকে আচমকা পড়ে যান তিনি। নিচে এসে পড়েন। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরলান্ডো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এই ঘটনার কথা বিমানবন্দরের সুরক্ষা বিভাগের তরফ থেকে নিশ্চিত করা হয়েছে। ওই ব্যক্তির মৃত্যু কীভাবে হল তা এখনও পরিস্কার নয়।
তিনি কী পা হড়কেই বারান্দা থেকে নিচে পড়ে যান? নাকি এর পিছনে অন্য কোনও রহস্য আছে? এগুলো এখনও পরিস্কার নয়। তদন্ত শুরু হয়েছে। এভাবে বিমানবন্দর চত্বরে এক ব্যক্তির মৃত্যু ঘিরে সাময়িক চাঞ্চল্যের সৃষ্টি হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা