মাছ চুরি করে চম্পট দিল কুমির
কুমির যে মাছ চুরি করে পালাতে পারে তা না দেখলে বিশ্বাস হত না হয়তো। একটি ছোট্ট ছেলের মনও ভেঙে দিয়ে গেল সে।
কুমির ওত পেতে থাকে তার শিকার ধরার জন্য। কিন্তু সে যে মাছও চুরি করে পালাতে পারে তা বোধহয় ঘটনাটি না দেখলে বিশ্বাস হত না।
বিরাট দিঘির ধারে দাঁড়িয়ে জলে ছিপ ফেলেছিল একটি ছোট্ট ছেলে। সঙ্গে ছিলেন তার বাবা। বাবার কাছেই তার মাছ ধরার হাতেখড়ি। বাবাই শিখিয়ে দিয়েছেন কীভাবে মাছ বঁড়শিতে গাঁথলে সুতো গুটিয়ে সে মাছকে ডাঙায় তুলতে হয়।
নড়বড়ে হাতে সেই ছোট্ট ছেলেটার চেষ্টার অন্ত ছিলনা। দিঘির জলের ধার ধরে সে এগোচ্ছিল, পিছোচ্ছিল ছিপ নিয়ে। একটা মাছ বঁড়শিতে গাঁথা পড়ার পর তাকে টেনে তুলতে সে কার্যত হিমসিম খাচ্ছিল। ছেলের সেই মাছ ধরার প্রবল চেষ্টা ক্যামেরাবন্দি করে রাখছিলেন বাবা।
ছেলেটা অনেক চেষ্টায় একটা বড় মাছকে টেনে অবশেষে ডাঙায় তোলে। মাছটা তখনও লাফাচ্ছে। এবার ছেলেটা এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল মাছটার কাছে। আর ঠিক সেই সময়ই আচমকা জল থেকে ডাঙায় উঠে আসে একটি কুমির।
কুমির অবশ্য ছোট ছেলেটাকে টার্গেট করেনি। সে এগিয়ে যায় ছেলেটির তোলা মাছটার দিকে। তারপর সময় নষ্ট না করে নদীর পারে উঠে এসে সে মাছটা কামড়ে ধরে। ছোট্ট ছেলেটা এই কাণ্ড দেখে ছিপ ফেলে দে দৌড়!
কুমির কিন্তু মাছ মুখে নিয়ে ফের ফিরে যায় জলে। কিন্তু মাছ তো তখনও বঁড়শিতে গাঁথা। ফলে মাছ নিয়ে যেতে গিয়ে সে ছিপটাও টেনে জলে নিয়ে চলে যায়।
ছোট্ট ছেলেটা দেখে তার অত কষ্ট করে ধরা মাছ চোখের সামনে থেকে চুরি করে নিয়ে পালাল কুমিরটা। সঙ্গে নিয়ে গেল তার সাধের ছিপটাও।