ব্যস্ত রাস্তার মাঝখানে কুমির, ট্রাফিক জ্যাম
সত্যিই তিনি যে এ রাস্তায় রয়েছেন তা জানলে সকলে গাড়ি ঘুরিয়ে নিতেন আগেই। এ ঝুঁকির রাস্তায় কেউ বাঁক নিতে যেতেন না।
মেঘলা দিন। রাস্তাটাও ভিজে রয়েছে। বেশ বোঝা যাচ্ছে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে একপ্রস্ত। তবে তাতে জনজীবনের গতিতে কোনও সমস্যা হয়নি। হয়ও না।
এ শহরে বৃষ্টি গা সওয়া। সেই বৃষ্টি ভেজা রাস্তা ধরেই সকলে যাচ্ছিলেন যে যাঁর কাজে। একের পর এক গাড়ি দ্রুত গতিতে ছুটে যাচ্ছিল।
আচমকা রাস্তার ওপর যাকে হেঁটে যেতে দেখে সকলে থমকে দাঁড়ালেন, তাঁকে দেখে শুধু থমকে দাঁড়ানোই নয়, হৃদপিণ্ডটাও যেন কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল।
থেমে যাওয়া গাড়িতে থাকা মানুষজন দেখলেন এক মস্ত চেহারার কুমির দুলকি চালে হেঁটে যাচ্ছে রাজপথ ধরে। রাস্তার এক পার থেকে অন্য পারে যাওয়াই তার উদ্দেশ্য।
এরমধ্যেই একটি গাড়ি একটু তার দিকে এগিয়ে আসায় কিছুটা ভয়ও পেল সেই কুমির। ভয়ে কিছুটা তাড়াতাড়ি এগিয়ে এল সামনের দিকে। তার পিছন দিয়ে গাড়িটি বেড়িয়ে গেল। এসবই অন্য পারে থমকে যাওয়া একটি গাড়ির জানালা থেকে ক্যামেরাবন্দি করেন ওই গাড়ির আরোহী।
কুমিরটি ফের তার সেই দুলকি চালে ফিরে যায়। ধীরে ধীরে রাস্তা পার করে পৌঁছয় উল্টো পারে। কুমিরের রাস্তা পার হওয়া হয়ে গেলে লোকজন ফের গাড়ি নিয়ে নিয়ে এগোন গন্তব্যে।
তবে এভাবে রাস্তার ওপর কুমিরের হাঁটাচলায় আতঙ্ক ছড়ায়। যাঁরা গাড়িতে রয়েছেন তাঁদের ঝুঁকি কম থাকলেও যাঁরা রাস্তায় রয়েছেন বা হেঁটে যাচ্ছেন, তাঁদের জন্য অবশ্যই ১০ ফুটের এই কুমিরের সামনে এসে পড়া আতঙ্কের। বিষয়টি জানতে পেরে দ্রুত ব্যবস্থা নেয় প্রশাসন। ঘটনাটি ঘটেছে আমেরিকার ফ্লোরিডার রাস্তায়।