পাইলট অসুস্থ, কোনও অভিজ্ঞতা ছাড়াই আকাশ থেকে বিমান নামিয়ে আনলেন এক যাত্রী
কার্যত অসম্ভবকে সম্ভব করে দেখালেন তিনি। যিনি জীবনে ককপিট কেমন দেখতে সেটাই দেখেননি, তিনি অন্য যাত্রীদের নিয়ে বিমান নামালেন মাটিতে।
তখন বিমানটি ৯ হাজার ফুট উচ্চতায় উড়ছে। এমন সময় যাত্রীরা জানতে পারেন আচমকাই পাইলট অসুস্থ হয়ে পড়েছেন। তিনি আর বিমান ওড়ানোর অবস্থায় নেই।
কম যাত্রী বহনে সক্ষম ছোট বিমানটিতে আর দ্বিতীয় কোনও পাইলটও ছিলেননা। যাত্রীরা সকলে প্রায় ধরেই নেন এখন ভগবান ছাড়া আর তাঁদের রক্ষা করার কেউ নেই। বিমান যে কোথায় গিয়ে আছড়ে পড়বে কারও জানা নেই। নিচে আবার সমুদ্র।
এই অবস্থায় এগিয়ে আসেন এক যাত্রী। এয়ার ট্রাফিক কন্ট্রোল বিষয়টি বুঝতে পেরে এবার তাঁকেই সাহস দিতে থাকে। এয়ার ট্রাফিক কন্ট্রোলে ডাকা হয় এক অভিজ্ঞ আধিকারিককে।
তিনি ওই যাত্রীকে বলেন তিনি যেভাবে যেভাবে বলবেন তেমন ভাবে বিমানটি পরিচালনা করতে। মেশিন সেভাবে ব্যবহার করতে।
এদিকে ওই যাত্রী জানিয়ে দেন তাঁর বিমান চালানো সম্বন্ধে সামান্য অভিজ্ঞতাও নেই। ককপিট কেমন দেখতে তাই না জানা এক ব্যক্তিকে দিয়ে যে ৯ হাজার ফুট উচ্চতা থেকে একটি বিমানকে বিমানবন্দরে অবতরণ করানো সম্ভব তা কিন্তু দেখিয়ে দিল এয়ার ট্রাফিক কন্ট্রোল। আর ওই যাত্রীর সাহস আর আত্মবিশ্বাস তো শিরোনামে জায়গা করে নিয়েছে।
এই যৌথ প্রয়াসে অবশেষে বিমানটি অন্য যাত্রীদের নিয়ে একেবারে ফ্লোরিডার পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে এসে নামে। নামার পর দেখা যায় বিমানটিও যেমন সুরক্ষিত, তেমনই সুরক্ষিতভাবেই অবতরণ করেছেন বাকি যাত্রীরা। সম্প্রতি ঘটে যাওয়া এই ঘটনার পর থেকে ওই বিমান নামিয়ে আনা যাত্রী হিরোর সম্মান পাচ্ছেন।