১৬ দিনে সফল, এবার লক্ষ্য ১০০ দিন, বিশ্ববাসীর প্রশ্ন, পারবেন তো?
তিনি ১৬ দিনের লক্ষ্যমাত্রা সফলভাবে পূর্ণ করেছেন। এবার তাঁর লক্ষ্য ১০০ দিন সম্পূর্ণ করা। বিশ্বের সকলের প্রশ্ন তা কি আদৌ সম্ভব হবে?
১৬ দিনটাও মুখের কথা নয়। এও এক অসম্ভবকে সম্ভব করে দেখানো। তা তিনি করে ফেলেছেন। আর সফলভাবেই করেছেন। বহাল তবিয়তেই আছেন তিনি। সুস্থ শরীরে।
এবার এই ১৬ থেকে ধাপে ধাপে দিন বাড়াতে চাইছেন তিনি। আর তা করতে করতে ১০০ দিনে পৌঁছে যাওয়াই তাঁর লক্ষ্য। আর তিনি তা করতে পারবেন বলেই আশাবাদী।
দক্ষিণ ফ্লোরিডার একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তিনি। পেশায় মাস্টারমশাই। কিন্তু অ্যাডভেঞ্চার থেকে দূরে থাকতে পারেননা। কি লারগো লেগুনে সমুদ্রের ২২ ফুট তলায় তিনি একটি বিশেষ ঘেরাটোপে ১৬ দিন কাটিয়ে ফেলেছেন একটানা।
জলের ২২ ফুট তলায় একটানা ১৬ দিন কাটানো নেহাত মুখের কথা নয়। জলের তলায় যেখানে তিনি ছিলেন তাকে একটি লজ বলেই ব্যাখ্যা করা হচ্ছে। জলের তলার লজ।
জো ডিটুরি নামে ওই অধ্যাপক ১৬ দিন কাটিয়ে আদপে অনুশীলন শুরু করেছেন। ওই জলের তলার লজে ইতিমধ্যেই ৭৩ দিন কাটিয়ে ফেলার রেকর্ড হয়ে রয়েছে। যা তৈরি হয়েছিল ২০১৪ সালে।
কিন্তু তারপর আর কেউ জলের তলায় একটানা ৭৩ দিন কাটানোর রেকর্ড গড়তে পারেননি। ডিটুরিও পারেননি। তবে তিনি চাইছেন রেকর্ড গড়তে।
তাই ধাপে ধাপে জলের তলায় থাকার সময় বাড়াতে চাইছেন জো ডিটুরি। আর এভাবেই পৌঁছে যেতে চাইছেন ১০০ দিন টানা জলের তলায় বসবাস করার বিরল রেকর্ডে।