সমুদ্রের জল থেকে উঠে আসা জীবটি জলের প্রাণিই নয়, অবিশ্বাস্য বলছেন সকলে
এমনটাও যে দেখার সুযোগ পাবেন কোনও দিন তা এখনও বিশ্বাস করতে পারছেন না অনেকে। কিন্তু সেই অবিশ্বাস্য দৃশ্যই দেখলেন সকলে। ক্যামেরাবন্দিও করলেন।
বেশ চলছিল সমুদ্র স্নান। ঢেউয়ের তালে তালে যে যাঁর মত আনন্দ করছিলেন সমুদ্রসৈকতে। ভিড় যথেষ্ট ছিল। যাঁরা সমুদ্রে স্নান করছিলেন বা সমুদ্রের একটু গভীরে গিয়ে সাঁতার কাটছিলেন, তাঁদের কয়েকজনের চোখে প্রথম পড়ে বিষয়টি।
জলের মধ্যে ভাসছে একটি কালো রংয়ের প্রাণি। হাঙর নয় তো! আতঙ্ক পেয়ে বসতে সময় নেয়নি। বিশেষত যাঁরা জলে ছিলেন তাঁদের মধ্যে ছড়ায় ভীতি। হাঙর আতঙ্কে সকলে তখন যত দ্রুত পারেন ডাঙায় উঠতে ব্যস্ত।
এদিকে সমুদ্রসৈকতে ঘুরে বেড়ানো বা আধশোয়া হয়ে অলস সময় কাটানো মানুষজনেরও তখন বিষয়টি নজরে পড়েছে। তাঁরাও ছুটে আসেন ওই কালো প্রাণিটিকে দেখতে, যেটি গভীর জল থেকে ক্রমশ ডাঙার দিকে এগিয়ে আসছে।
শেষপর্যন্ত সেই প্রাণিটি সমুদ্রের ঢেউয়ের সঙ্গে ভেসে সমুদ্রের বালুকাবেলায় হাজির হল। তারপর চারপায়ে ছুট লাগালো। এবার সকলের কাছে পরিস্কার হল প্রাণিটির পরিচয়। সেটি একটি কালো ভাল্লুক!
ভাল্লুক গভীর জলে কি করছিল? ভাল্লুক তো জলের প্রাণিই নয়। সে কিনা মহাসমুদ্রের জলে ভেসে বেড়াচ্ছিল! ফ্লোরিডার ডেস্টিন সমুদ্রসৈকতে এমনই এক আজব ঘটনার সাক্ষী হয়েছেন সকলে।
ভাল্লুকটি অবশ্য কারও কোনও ক্ষতি করেনি। বরং ছুটে পালায় সমুদ্র সৈকত থেকে। কিন্তু সেটি জলে কি করছিল, কীভাবেই বা সেখানে গেল তা এখনও পরিস্কার নয়। এদিকে ভাল্লুক পালাতে ফের নিজের ছন্দে ফেরে ওই ভিড়ে ঠাসা সমুদ্রসৈকত।