প্রাণির মূর্তির সঙ্গে অসভ্যতা করতেও পিছপা হলেন না এক পর্যটক
এমন কাণ্ড আগে সেখানে উপস্থিত কেউ দেখেননি। এমনও কেউ করতে পারেন তাও ভাবতে পারেননি তাঁরা। সেই কাজটা করে এখন বেকায়দায় এক পর্যটক।
তিনি পর্যটক। বেড়াতে এসেছিলেন। এসে একটি দোকানে গিয়েছিলেন খাওয়াদাওয়া করতে। সেখানে তিনি মদ্যপানও করেন। পর্যটকদের কথা মাথায় রেখে দোকানে সে ব্যবস্থাও ছিল। তিনি অনেকটা মদ্যপান করার পর দোকানের কর্মীরা তাঁকে জানান তিনি তাঁর যা বিল হয়েছে তা মিটিয়ে দিয়েছেন। এবার তিনি হোটেলে ফিরে যেতে পারেন।
তাঁকে ফিরে যেতে বলায় আচমকাই ক্ষুব্ধ হয়ে ওঠেন ওই পর্যটক। তিনি হাতের কাছে থাকা মাংসের ফ্রাইয়ের টুকরো রেস্তোরাঁর মেঝেতে ছড়িয়ে দেন। তারপর দোকান থেকে বেরিয়ে সামনের লনে সাজানো একটি মানাটি বা সমুদ্র গাভীর সাজানো মূর্তির দিকে এগিয়ে যান।
দোকান মালিক থেকে কাছাকাছি থাকা অনেকেই পুলিশকে জানান, তাঁরা দেখেন ওই ব্যক্তি মানাটির প্লাস্টিকের মূর্তির সঙ্গে শারীরিক মিলনের মত অভব্যতা করতে থাকেন। এ কাণ্ড রুখতে এগিয়ে যান এক হোটেল কর্মী। যাঁকে ওই ব্যক্তির রোষের মুখে পড়তে হয়।
ঘটনাটি ঘটেছে ফ্লোরিডায়। সেখানে বেড়াত এসেছিলেন পিটসবার্গের এক বাসিন্দা। তিনিই এই কাণ্ড করেন। এসব কাণ্ড করে তিনি তাঁর হোটেলে ফিরে যান।
যদিও বিষয়টি সেখানেই থেমে যায়নি। পুলিশে অভিযোগ যায়। পরে তাঁকে পুলিশ পাকড়াও করে নিয়ে যায়। ওই রিকস রিফ রেস্তোরাঁর মালিক অভিযোগ দায়ের করেন।
এমন কাণ্ডের চোটে সমুদ্রের ধারে ছুটি কাটাতে আসা মানুষজনের শান্তি ভঙ্গ হয়। শান্তিতে গল্প করতে করতে খাওয়াদাওয়া লাটে ওঠে।