World

বেড়ার ধারে বাগানে গর্ত খুঁড়ল কুকুর, এলাকা ফাঁকা করল প্রশাসন

বাড়ির চারধার সবুজে ঘেরা। বাগান রয়েছে চারধার জুড়ে। বাড়ির পোষা কুকুরটি সেই বাগানের বেড়ার ধারে নিজের মনে গর্ত খুঁড়ছিল। সেই গর্তে উঁকি দি‌তেই সবাইকে নিরাপদ জায়গায় সরাল প্রশাসন।

বাগান ঘেরা বাড়ি অনেকেই দেখেছেন। যাঁরা একটা বড় জমির ওপর বাড়ি বানান বা যাঁদের দীর্ঘদিনের বাড়ি, তাঁদের বাড়ির চারধারে সাধারণত বাগান করা থাকে। এ বাড়িটিরও তাই।

চারধারে বাগান। সেই বাগানে দিব্যি খেলে বেড়ায় বাড়ির পোষ্য সারমেয়টি। নাম বেবি। বাড়ির বাগানের চারধারে বেড়া দেওয়া। বাড়ির পিছনের দিকের সেই বাগানের বেড়ার ধারে আচমকাই মাটি খুঁড়তে শুরু করে কুকুরটি।


বাড়ির লোকজন গুরুত্ব দেননি। ওটা ওর খেলা হতে পারে। কিন্তু গর্ত খোঁড়া হয়ে গেলে কুকুরটির শরীরী ভাষা দেখে সন্দেহ হয় গৃহবাসীর। তিনি গিয়ে গর্তে উঁকি দেন। আর যা দেখেন তা দেখে তিনি চিনতেও পারেন। স্তম্ভিত হয়ে যান।

তিনি নিজেই সেটিকে প্রথমে মাটির তলা থেকে বার করে আনেন। ওজন সাড়ে ৪ কেজির মত। এটি যে বহু পুরনো একটি না ফাটা বোমা তা বুঝতে অসুবিধা হয়নি ফ্লোরিডার জ্যাকসনভিল এলাকার বাসিন্দা ম্যাথিউ সিমস-এর।


তিনি সেটিকে সন্তর্পণে বার করে এনে দ্রুত পুলিশে খবর দেন। পুলিশ এসে এলাকা ঘিরে নিয়ে ওই বাড়ি তো বটেই, এমনকি আশপাশের বাড়িও ফাঁকা করে দেয়। তারপর বম্ব স্কোয়াড এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। যাতে বোমাটি ফেটে না যায়।

কোথা থেকে এই যুদ্ধে ব্যবহৃত বোমাটি এল তা এখনও পরিস্কার নয়। তবে তা যে কয়েক দশক ধরে মাটির তলায় ছিল তা তার চেহারা থেকে স্পষ্ট।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button