যুদ্ধবিমানকে রানওয়েতেই আটকে রাখল কুমির
বায়ুসেনার যুদ্ধবিমান বলে কথা। তাকে রোখার সাধ্য অনেক অত্যাধুনিক যন্ত্রেরও নেই। কিন্তু সেই বিমানকে হেলায় আটকে রাখল একটি কুমির।
বায়ুসেনা ঘাঁটিতে একের পর এক যুদ্ধবিমান দাঁড়িয়ে। কিছু আবার অনুশীলনের জন্য উড়ে যাবে আকাশে। সেখানে রানওয়েতে একটি যুদ্ধবিমান স্তব্ধ হয়ে গেল। এক পাও এগোনোর উপায় ছিলনা তার। কারণ একটি কুমির।
বিমানটির ল্যান্ডিং গিয়ার বা সহজ করে বললে চাকার সামনে সে দিব্যি শুয়ে ছিল নিজের মত করে। এক বিন্দু ভয় নেই। চাকা একটু ঘুরলে তার ভবলীলা সেখানেই শেষ। কিন্তু তার তো ওসব জানা নেই।
বেশ ছাওয়া দেখে সে নেতিয়ে শুয়ে থাকে একেবারে চাকার গা ঘেঁষে। এদিকে বিমানটি রানওয়েতে আটকে পড়ে। এগোতে পারেনা। ছুটে আসেন বায়ুসেনার কর্মীরা।
১০ ফুটের একটি কুমিরের কাছে ঘেঁষে তাকে সেখান থেকে সরানোর দুঃসাহস সেনাকর্মীরাও দেখাননি। তাঁরা বরং খবর দেন ফিশ অ্যান্ড ওয়াইল্ড লাইফ কনজারভেশন কমিশনে। সেখান থেকে দক্ষ লোকজন এসে কুমিরটিকে রানওয়েতে থেকে পাকড়াও করে।
ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার হিলসবরো কাউন্টির ম্যাকডিল এয়ারফোর্স বেস-এ। অতিকায় কুমিরটিকে পাকড়াও করতে বেশ কসরত করতে হয়। পরে তাকে বেঁধে নিয়ে গিয়ে কাছের হিলসবরো নদীতে ছেড়ে দেওয়া হয়।
কীভাবে এই কুমিরটি এমন এক অতি সুরক্ষিত স্থানে ঢুকে পড়ল, তারপর পৌঁছে গেল সোজা রানওয়েতে, তা জানতে পেরেছেন আধিকারিকরা। এর আগেও কুমির ঢুকে এসেছে এখানে। বিষয়টি ম্যাকডিল এয়ারফোর্স বেস-এর তরফে সোশ্যাল সাইটে প্রকাশ করা হয়। ছবিও দেওয়া হয়।