ব্যাঙ্কের কাউন্টারে ঢুকে পড়ল আস্ত কুমির, ভয় না পেয়ে ছবি তুললেন কর্মী
ব্যাঙ্কে তো অ্যাকাউন্ট থাকতে হবে। তবেই না পরিষেবা মিলবে। কিন্তু তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকায় তাকে বুকে হেঁটেই ফিরে যেতে হল।
ব্যাঙ্ক মানেই তো আর্থিক পরিষেবা। গ্রাহকদের নানা ধরনের চাহিদা পূরণ। অর্থনৈতিক লেনদেন। অনেক জায়গায় এখন ব্যাঙ্কের নানা পরিষেবা ব্যাঙ্কে না গিয়ে রাস্তার ধার থেকেও পাওয়া যায়। যাকে বলে ড্রাইভ থ্রু।
গাড়িতে বসেই পথের ধারের কাউন্টার থেকে পাওয়া যায় পরিষেবা। ব্যাঙ্কের যেমন ড্রাইভ থ্রু অনেক দেশে জনপ্রিয়, তেমনই ড্রাইভ থ্রু পদ্ধতিতে রেস্তোরাঁতে কেনাকাটা করা যায়, জিনিসপত্রও কেনা যায়।
রাস্তার ধারে গাড়িতে বসা গ্রাহকদের আর্থিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে অ্যাডিশন ফাইনান্সিয়াল ফ্লোরিডায় বেশ জনপ্রিয়। তাদেরই এমন একটি কাউন্টারে যিনি বসেছিলেন তিনি কাচের ওপারে রাস্তার ওপর এক অযাচিত গ্রাহকের দেখা পান।
বুকে হেঁটেই সেই গ্রাহক হাজির হয়েছিল কাউন্টারের সামনে। কিন্তু তার অ্যাকাউন্ট না থাকায় ব্যাঙ্ক তাকে কোনও পরিষেবা দিতে পারেনি। অগত্যা কিছুটা সময় অপেক্ষা করে সে ফিরে যায়। ফিরে যায় সেই বুকে হেঁটেই। কারণ বুকে হাঁটা ছাড়া কুমির আর কোনও উপায়ে হাঁটতে পারেনা।
ফ্লোরিডার ঝকঝকে রাস্তায় অ্যাডিশন ফাইনান্সিয়ালের কাউন্টারের সামনে হাজির হওয়া এই কুমিরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চার শেষ নেই।
অনেকেই মজা করে বলছেন এই গ্রাহকের অ্যাকাউন্ট না থাকায় কোনও পরিষেবা পেল না সে। তবে এমন কাণ্ড ক্যামেরাবন্দি করে ফেলেন কাউন্টারে যিনি বসেছিলেন তিনি। তাঁর সেই ছোট্ট ভিডিও ছড়িয়ে পড়ে।