ফের হানা বায়ুসেনা ঘাঁটিতে, এবার পেল মোক্ষম জবাব
জল পছন্দ হতে পারে। জলা জায়গা পছন্দ হতে পারে। খাবার যেখানে পাবে সেসব জায়গা পছন্দ হতে পারে। কিন্তু এর পছন্দ বায়ুসেনা ঘাঁটি।
কুমিরের কি পছন্দ হওয়া উচিত। যেখানে সে দিব্যি থাকতে পারবে। জল থাকবে। খাবার থাকবে। অন্য কুমিররাও থাকবে। কিন্তু তার কোনওটিই কি পছন্দ নয় এই কুমিরের? কারণ তাকে সরিয়ে দেওয়া হলেও সে ফিরে আসে বায়ুসেনা ঘাঁটিতে। সেখানেই ঘুরে বেড়ায়। শুয়ে থাকে।
গত এপ্রিল মাসেই সে বায়ুসেনা ঘাঁটিতে ঢুকে রানওয়ে দিয়ে হেঁটে গিয়ে একটি বিমানের ল্যান্ডিং গিয়ার বা সহজ কথায় চাকার কাছে নিশ্চিন্তে শুয়ে ছিল। অনেক কসরত করে তাকে পরে পাকড়াও করে দূরে জলে ছেড়ে দিয়ে আসা হয়েছিল।
১২ ফুটের সে কুমির তখন সেই জলে ফিরে যাওয়ার পর বিষয়টি কার্যত সকলে ভুলেই গিয়েছিলেন। কিন্তু মে মাসে সে ফের ফিরে এল সেই বায়ুসেনা ঘাঁটিতে।
ফ্লোরিডার এই বায়ুসেনা ঘাঁটিতে ফের তাকে দেখতে পাওয়া যায়। সেই একই কুমির যে ফের ফিরেছে তা নিয়ে নিঃসন্দেহ সকলেই। ফের শুরু হয় তাকে পাকড়াও করার প্রচেষ্টা।
অবশেষে তাকে পাকড়াও করে নিয়ে যাওয়া হয়। তবে তার এই বায়ুসেনা ঘাঁটিতে ফিরে আসার যে প্রবণতা তাতে লাগাম দিতে অন্য সিদ্ধান্ত নেওয়া হয়।
যেখানে বায়ুসেনা ঘাঁটি সেখান থেকে ২৫০ কিলোমিটার দূরে একটি জলা জায়গায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। যাতে সে আর এই পছন্দের বায়ুসেনা ঘাঁটিতে ফিরে না আসতে পারে।
গতবার কাছাকাছি একটি জায়গায় ছেড়ে তার ফল এক মাসেই বুঝেছেন সকলে। তাই এবার তার ধরাছোঁয়ার বাইরে তাকে ছেড়ে আসা হল। এবার এসে দেখাক দিকি কুমির বাবাজি!