World

জলের ১৬৩ ফুট তলায়ও এ কাজ সম্ভব, বিস্মিত বিশ্ব

জলের ১৬৩ ফুট তলার দুনিয়া কেমন হয় তা বিভিন্ন চ্যানেলের সুবাদে মানুষ চোখে দেখেছেন, কিন্তু সেখানে পৌঁছনো সাধারণ মানুষের কাজ নয়। সেখানে এ কাজ সম্ভব করে দেখালেন ৩ জন।

মডেল হওয়াকে পেশা হিসাবে গ্রহণ করেন অনেকে। পেশাদার মডেলরা ফটোশ্যুটও করেন। যা তাঁদের পেশাগত জীবনের অঙ্গ। মডেলদের ফটোশ্যুট করার জন্য পেশাদার ফটোগ্রাফারও লাগে। কারণ তাঁরা জানেন কীভাবে এ ছবিকে প্রাণবন্ত করে তুলতে হয়।

স্টুডিওতে ফটোশ্যুটের যাবতীয় বন্দোবস্তও থাকে। অনেক সময় প্রকৃতির মাঝেও ফটোশ্যুট হয় ঠিকই, তবে তার জন্যও প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে যান ফটোগ্রাফার। কিন্তু সে ফটোশ্যুট যদি জলের তলায় হয়! আর সেই জলের তলা যদি ১৬৩ ফুট নিচে হয়!


সেখানেও যে ফটোশ্যুট সম্ভব তা এতদিন ভাবতে পারত না পৃথিবী। সেটাই এবার করে দেখালেন সিয়ারা আন্তোস্কি নামে এক তরুণী মডেল।

জলের ১৬৩.৩৮ ফুট গভীরে পৌঁছে যেমন সুন্দর পোশাকে ফটো তোলার জন্য প্রয়োজনীয় শরীরী ভাষার প্রয়োগ করলেন, তেমনই ছবি যাতে সঠিক এবং সুন্দর হয় সেদিকটা নজরে রাখলেন ফটোগ্রাফার স্টিফেন হেনিং। এসবই হল জলের অনেক গভীরে। যেখানে জলের চাপ সহ্য করাই একটা চ্যালেঞ্জ।


ফ্লোরিডা উপকূলে বোকা ব়্যাটন নামে জায়গায় জলের গভীরে নেমে এই ফটোশ্যুট বিশ্বরেকর্ড তৈরি করেছে। এত নিচে এর আগে কখনও ফটোশ্যুট করতে পারেননি কেউ।

এঁরা যে আচমকাই স্থির করে জলের গভীরে নেমে ফটোশ্যুট করেন তা কিন্তু নয়। তার আগে এক অভিজ্ঞ ডুবুরির পরামর্শমত কয়েক মাস ধরে চলে মডেল ও ফটোগ্রাফারের উপযুক্ত তালিম। তারপরই জলের ওই গভীরে পৌঁছে তাঁরা ফটোশ্যুট করার দুঃসাহস দেখাতে পারলেন। বলা বাহুল্য সফলও হলেন।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button